মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

২২ পরিবারের সম্পদ দখল চেষ্টার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে কক্সবাজারের চকরিয়ায় ২২ পরিবারের সহায়-সম্পদ জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যাক্তির নাম মোজাফ্ফর হোসেন পল্টু। তিনি চকরিয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

বুধবার (২ ফেব্রুয়ারি)সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সাংবাদিক সম্মলেনে এসব অভিযোগ করেন ভুক্তভোগি পরিবারগুলো। যেকোনো মুহুর্তে ওই যুবলীগ নেতা পল্টুর নেতৃত্বে জবর দখলসহ হামলার শিকার হওয়ার আশঙ্কা করছেন ভুক্তভোগি পরিবারগুলো।

পরিবারগুলোর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সফুর আলম।

লিখিত বক্তব্যে সফুর আলম বলেন, চকরিয়া পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে বাটাখালী মৌজায় আমরা ২২ পরিবার স্থানীয় ডা. মোহাম্মদ হোছাইনের কাছ থেকে দীর্ঘ ১৫/১৬ বছর আগে জমি ক্রয় করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছি। এসব জমি ক্রয় করার সময় চকরিয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি, প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত ও কয়েক মামলার আসামি মোজাফ্ফর হোসেন পল্টু চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় ওই সময় আমাদের জমি জবর দখলের হুমকি দিয়েছিল। এ কারণে তার বিরুদ্ধে চকরিয়া থানায় চাঁদাবাজি মামলাও করা হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে পুলিশের উপর চাপ সৃষ্টি করে গত বছরের ডিসেম্বরে আমাদের জমি জবর দখলের প্রস্তুতি নেয় প্রতারক পল্টু। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমের হস্তক্ষেপে এটি বন্ধ হয়ে যায়। প্রতারক যুবলীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টুর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সফুর আলম বলেন, চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের দক্ষিণবাটাখালীর বাসিন্দা নুরু মিস্ত্রির ছেলে অভিযুক্ত যুবলীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু নির্দিষ্ট কোনো পেশার সঙ্গে নেই। জবর দখল ও সন্ত্রাসী কার্যক্রমেই তার পেশা হয়ে দাঁড়িয়েছে।

সংবাদ সম্মলনে চাঁদাবাজি, অপহরণ, প্রতারণাসহ নানা অপরাধের দায়ে অভিযুক্ত পল্টুর বিরুদ্ধে ১২টি বিচারাধীন মামলার তথ্যও তুলে ধরা হয়। ভুক্তভোগী এসব পরিবার জবর দখল থেকে রেহাই পেতে সাজাপ্রাপ্ত কথিত যুলীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টুর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

সংবাদ সম্মলনে ভুক্তভোগীদের পক্ষে আরও উপস্থিত ছিলেন চকরিয়া পৌর এলাকার কুতুবউদ্দিন, মুক্তিযোদ্ধার স্ত্রী শাহানা বেগম, স্থানীয় ব্যবসায়ী শাহ আলম, মো. ইব্রাহিম, মো. ইলিয়াছ, মো. রায়হান, আনোয়ার হোসন খোকন, ফোরকানুল ইসলাম প্রমুখ।

এনএইচবি/এসআইএইচ

Header Ad
Header Ad

দেশজুড়ে ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

দেশজুড়ে যৌথবাহিনীর চলমান ‘অপারেশন ডেভিল হান্টের’ ১৭তম দিনে আরও ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা ও পরোয়ানার ভিত্তিতে অতিরিক্ত ৯৯৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে, বলে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এক বার্তায় জানানো হয়েছে।

অভিযানে একটি পুরাতন বিদেশি পিস্তল, একটি এলজি, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি শর্টগানের শিসা কার্তুজ, একটি ধারালো চাপাতি, একটি ধারালো বটি এবং দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে ডেভিল হান্ট অভিযানের ১৭ দিনে সারাদেশে মোট ৯ হাজার ৮৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে এই অভিযান শুরু হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টের আওতায় ৬৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১ হাজার ৬৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযানে বেশকিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

 

Header Ad
Header Ad

এআই প্ল্যাটফর্ম সালামা: ২০ সেকেন্ডে মিলবে দুবাইয়ের ভিসা

ছবি: সংগৃহীত

দুবাইয়ের অভিবাসন অধিদপ্তর (জিডিআরএফএ) একটি যুগান্তকারী সেবা চালু করেছে, যার নাম "সালামা"। এই সেবাটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক প্ল্যাটফর্ম, যা সরকারের সেবার মানে উল্লেখযোগ্য উন্নতি নিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

গত সোমবার আল আরাবিয়া সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, "সালামা" প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে দুবাইয়ের চতুর্থ বার্ষিক গণমাধ্যম কাউন্সিল সম্মেলনে। এ সময় উপস্থিত ছিলেন জিডিআরএফএ দুবাইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মাররি এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা ও গণমাধ্যম ইনফ্লুয়েন্সাররা।

সালামা প্ল্যাটফর্মের সুবিধাসমূহ:

এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসা, আবাসন অনুমতি নবায়ন ও বাতিল, আর্থিক লেনদেনসহ অভিবাসন সংশ্লিষ্ট সমস্ত সেবা সহজেই পাওয়া যাবে। কাগজপত্রের ঝামেলা ছাড়াই ব্যবহারকারীরা এখন ঘরে বসেই সেবাগুলি গ্রহণ করতে পারবেন। প্রতিটি লেনদেন মাত্র ১০-২০ সেকেন্ড এর মধ্যে সম্পন্ন হবে।

প্রথাগত সিস্টেমের চেয়ে এটি দ্রুত, সুবিধাজনক ও সাশ্রয়ী। প্ল্যাটফর্মটি তুরস্কের অন্যতম সেবার গুণগত মান উন্নত করবে এবং সংযুক্ত আরব আমিরাতের ভিশন ২০৭১ ও দুবাইয়ের বৃহত্তর ডিজিটাল রূপান্তর কৌশলকে সমর্থন করবে।

ভবিষ্যৎ সম্ভাবনা:

বর্তমানে, "সালামা" প্ল্যাটফর্মে ব্যক্তিগত পর্যায়ে ভিসা নবায়ন ও বাতিলের সেবা চালু রয়েছে, তবে ভবিষ্যতে প্রতিষ্ঠানগুলোর জন্যও এই সেবা প্রসারিত করা হবে।

কীভাবে কাজ করে সালামা প্ল্যাটফর্ম?

গ্রাহকরা এই প্ল্যাটফর্মে লগইন করার পর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তাদের সব তথ্য সনাক্ত করে এবং ভিসার মেয়াদ সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রদর্শন করে। এরপর, পেমেন্টের পরই সংশ্লিষ্ট ভিসা নবায়ন হয়ে যায় এবং গ্রাহককে ইমেইল দ্বারা নবায়ন সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হয়।

এই সেবাটি ৪০টিরও বেশি ভাষায় উপলব্ধ, এবং এর জন্য ইউএই পাস প্রয়োজন হয়। তিনটি সহজ ধাপে প্ল্যাটফর্মে সেবা গ্রহণ করা যায়—প্রথমে লগইন, তারপর ভিসার মেয়াদ নির্বাচন, এবং শেষে পেমেন্ট করার মাধ্যমে নবায়ন সম্পন্ন হয়।

Header Ad
Header Ad

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ পণ্ড হওয়ায় যেমন দাঁড়ালো ‘বি’ গ্রুপের সমীকরণ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিদায় নিশ্চিত হওয়ার পরও থমকে গেছে চ্যাম্পিয়নস ট্রফির উত্তেজনা। রাওয়ালপিন্ডির বৃষ্টিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে, যা ‘বি’ গ্রুপের সেমিফাইনাল সমীকরণকে আরও জটিল করে তুলেছে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দল পেয়েছে একটি করে পয়েন্ট। নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট এখন ৩। এই ম্যাচে যে দল জিততো, তারা সরাসরি ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে উঠত। কিন্তু এখন দুই দলকেই শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আগামীকাল লাহোরে মুখোমুখি হবে আফগানিস্তান ও ইংল্যান্ড। এই ম্যাচে যারা হারবে, তারা চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নেবে।

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, আর দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ইংল্যান্ডের। নিজেদের শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা জিতে, তাহলে তারা সরাসরি সেমিফাইনালে চলে যাবে। তবে দুই দলই যদি হেরে যায়, তাহলে ইংল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার জয়ী দল তাদের শেষ ম্যাচেও জিতলে সেমিফাইনালের টিকিট পাবে।

সুতরাং, বৃষ্টিতে পণ্ড হওয়া ম্যাচটি শুধু এক পয়েন্টই যোগ করেনি, বরং ‘বি’ গ্রুপের লড়াইকে আরও রোমাঞ্চকর ও অনিশ্চিত করে তুলেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দেশজুড়ে ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেপ্তার
এআই প্ল্যাটফর্ম সালামা: ২০ সেকেন্ডে মিলবে দুবাইয়ের ভিসা
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ পণ্ড হওয়ায় যেমন দাঁড়ালো ‘বি’ গ্রুপের সমীকরণ
চুয়াডাঙ্গায় নবদম্পতিকে কুপিয়ে লুট, ৪৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৪
রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত
হস্তান্তরের আগেই ফাঁটল রামগঞ্জের মডেল মসজিদে, স্থানীয়দের অসন্তোষ
৫০৪ জন নিয়োগ দেবে ডাক বিভাগ, আবেদন অনলাইনে
‘আল্লাহ জানেন, একদিন নাহিদ হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন’
বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় মূলহোতাসহ আরও ২ জন গ্রেফতার
ভারতে ১৬৮ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিল যোগী সরকার
সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ
নদীদূষণ রোধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু কোয়ালিটি নেই: উপাচার্য
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তারেক রহমানের শোক
ঈদুল ফিতরে যেভাবে মিলবে টানা ৯ দিনের ছুটি
উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ
ফুটবল থেকে রাজনীতির মাঠে ওজিল, যোগ দিলেন তুরস্কের ক্ষমতাসীন দলে
ব্যান্ডউইথ সেবায় ভারত নির্ভরতা কমছে, সাশ্রয় ৬০ কোটি টাকা
তৎকালীন বিডিআর সদস্যরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আর কোন কথা হবে না: সেনাপ্রধান
পিলখানায় হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ: প্রধান উপদেষ্টা