২২ পরিবারের সম্পদ দখল চেষ্টার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে কক্সবাজারের চকরিয়ায় ২২ পরিবারের সহায়-সম্পদ জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যাক্তির নাম মোজাফ্ফর হোসেন পল্টু। তিনি চকরিয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
বুধবার (২ ফেব্রুয়ারি)সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সাংবাদিক সম্মলেনে এসব অভিযোগ করেন ভুক্তভোগি পরিবারগুলো। যেকোনো মুহুর্তে ওই যুবলীগ নেতা পল্টুর নেতৃত্বে জবর দখলসহ হামলার শিকার হওয়ার আশঙ্কা করছেন ভুক্তভোগি পরিবারগুলো।
পরিবারগুলোর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সফুর আলম।
লিখিত বক্তব্যে সফুর আলম বলেন, চকরিয়া পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে বাটাখালী মৌজায় আমরা ২২ পরিবার স্থানীয় ডা. মোহাম্মদ হোছাইনের কাছ থেকে দীর্ঘ ১৫/১৬ বছর আগে জমি ক্রয় করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছি। এসব জমি ক্রয় করার সময় চকরিয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি, প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত ও কয়েক মামলার আসামি মোজাফ্ফর হোসেন পল্টু চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় ওই সময় আমাদের জমি জবর দখলের হুমকি দিয়েছিল। এ কারণে তার বিরুদ্ধে চকরিয়া থানায় চাঁদাবাজি মামলাও করা হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে পুলিশের উপর চাপ সৃষ্টি করে গত বছরের ডিসেম্বরে আমাদের জমি জবর দখলের প্রস্তুতি নেয় প্রতারক পল্টু। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমের হস্তক্ষেপে এটি বন্ধ হয়ে যায়। প্রতারক যুবলীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টুর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সফুর আলম বলেন, চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের দক্ষিণবাটাখালীর বাসিন্দা নুরু মিস্ত্রির ছেলে অভিযুক্ত যুবলীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু নির্দিষ্ট কোনো পেশার সঙ্গে নেই। জবর দখল ও সন্ত্রাসী কার্যক্রমেই তার পেশা হয়ে দাঁড়িয়েছে।
সংবাদ সম্মলনে চাঁদাবাজি, অপহরণ, প্রতারণাসহ নানা অপরাধের দায়ে অভিযুক্ত পল্টুর বিরুদ্ধে ১২টি বিচারাধীন মামলার তথ্যও তুলে ধরা হয়। ভুক্তভোগী এসব পরিবার জবর দখল থেকে রেহাই পেতে সাজাপ্রাপ্ত কথিত যুলীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টুর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
সংবাদ সম্মলনে ভুক্তভোগীদের পক্ষে আরও উপস্থিত ছিলেন চকরিয়া পৌর এলাকার কুতুবউদ্দিন, মুক্তিযোদ্ধার স্ত্রী শাহানা বেগম, স্থানীয় ব্যবসায়ী শাহ আলম, মো. ইব্রাহিম, মো. ইলিয়াছ, মো. রায়হান, আনোয়ার হোসন খোকন, ফোরকানুল ইসলাম প্রমুখ।
এনএইচবি/এসআইএইচ