বাড়ছে তাপমাত্রা, হালকা বৃষ্টির আভাস
বাড়ছে তাপমাত্রা। কমে আসছে শীতের প্রকোপ। তবে নতুন করে আবারও বৃষ্টির শঙ্কা রয়েছে। এখনও দেশের ৬ অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
বুধবার (২ ফেব্রুয়ারি) শৈত্যপ্রবাহের এলাকা আরও কমে আসবে। তবে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় (৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস)। গতকাল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় (৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস)। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪, আজ তা বেড়ে ১৫ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহে ছিল ৯ দশমিক ৮, আজ ১৩ দশমিক ২, চট্টগ্রামে ছিল ১৩, আজ ১২ দশমিক ৯, সিলেটে ছিল ১২ দশমিক ৩, আজ ১২ দশমিক ৮, রাজশাহীতে ছিল ৮ দশমিক ৮, আজ ১০, রংপুরে ছিল ৯ দশমিক ২, আজ ১০ দশমিক ৬, খুলনায় ছিল ১১ দশমিক ৫, আজ ১৪ দশমিক ২ এবং বরিশালে ছিল ৯ দশমিক ৬, আজ ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এছাড়া দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। নওগাঁ ও মৌলভীবাজার জেলাসহ এবং রংপুর বিভাগের ওপর মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
/এএস