শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

কেএনএফের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টায় বান্দরবানের পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রুম ও থানচিতে ব্যাংকে হামলাকারীরা কেএনএফের সদস্য। পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসীদের থেকে তাদের হাতে অস্ত্র এসেছে। এসব সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করা হবে।

এর আগে, হেলিকপ্টারযোগে ঢাকা থেকে বান্দরবানে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত তিনদিনে পরপর কয়েকটি হামলা, ব্যাংক ডাকাতি, অপহরণ, গোলাগুলি ও অস্ত্র লুটের ঘটনার পর কেএনএফের বিরুদ্ধে সেনাবাহিনীর সহযোগিতায় শনিবার থেকে সমন্বিত অভিযান শুরুর কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল রাত ৯টার দিকে তারাবির নামাজ চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখায় ঢুকে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটে করে। এ সময় তারা ব্যাংকের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যদের অস্ত্রও লুট করে। একই সঙ্গে মসজিদ থেকে ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।

পরদিন বুধবার (৩ এপ্রিল) দুপুরে থানচিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এরপর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জরুরি প্রয়োজন ছাড়া তারা বাইরে বের হচ্ছেন না। একের পর এক সন্ত্রাসী হামলায় থমথমে অবস্থা বিরাজ করছে থানচি এলাকায়।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে সোনালী ব্যাংকের অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকেকে উদ্ধার করেছে র‌্যাব। এরপর শুক্রবার সকালে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Header Ad
Header Ad

শেখ হাসিনা ফাঁসিতে ঝোলার জন্য দেশে আসবেন: রেজাউল করিম  

ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসিতে ঝোলার জন্য দেশে আসবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর দারুস সালামের গোলারটেক ইদগাহ মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রেজাউল করিম বলেন, শেখ হাসিনা দেশে এলে ওয়েলকাম জানাবো। হাসিনা দেশে এলে সব খুনের হিসাব নেওয়া হবে। তিনি দেশে আসবেন ফাঁসিতে ঝোলার জন্য।

জামায়াতের এ নেতা বলেন, শেখ হাসিনার বিগত দিনে জঙ্গি আখ্যা দিয়ে অন্যায়ভাবে দেশে গুম-খুন করা হয়েছে। আর দেশকে ডাকাতের খনিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, আমাদের কিছু বন্ধু পুরানো ক্যাসেট বাজাচ্ছেন। এসব ভুয়া ক্যাসেট ভুলে বাজাচ্ছেন কি না? নাকি তাদের মাথায় সমস্যা আছে, তা দেখতে হবে। মুক্তিযোদ্ধারা স্বাধীনতা এনে দিলেও এখন পর্যন্ত এর সুফল পায়নি মানুষ। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতা নতুন স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। এখন দেশের শান্তির জন্য দরকার আল্লাহর আইন।

এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করে শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসনের আহ্বানও জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এ নেতা।

 

Header Ad
Header Ad

টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠন, নেতৃত্ব পেলেন যারা  

ছবি: ঢাকাপ্রকাশ

বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি) টাঙ্গাইল জেলা শাখার ১০৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে মনিরুজ্জামান মিয়াকে সভাপতি ও শামীমুর রহমান সাগরকে সাধারণ সম্পাদক করা হয়।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে নবনির্বাচিত টাঙ্গাইল জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তরুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের স্বাক্ষরিত প্যাডে আগামী ১ বছরের জন্য এ আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি এডভোকেট সুজন মিয়া, আব্দুর রহিম রিপন, হাবীবুল মান্নান হাবীব, আনিসুল হক খান, মিজানুর রহমান মাস্টার, শামসুল হক সুজন, রুবেল খান, সোহেল রানা, নাসির হাসান, আলমগীর, মনির হোসেন, শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, রফিকুল হাসান ভূঁইয়া, ইঞ্জি. মেহেরাব বকুল, জাহিদুল ইসলাম তরুন, সমেজ শেখ, এনামুল খান, শফিকুল ইসলাম, শামসুল হক চিশতী, আলমগীর, মিয়া মোহন, আবু রায়হান, আরিফ হোসেন, সারোয়ার হোসাইন বিপুল, জানি আলম জনি, বাবুল আহমেদ, আব্দুর রশিদ।

সাংগঠনিক সম্পাদক বাবুল ফকির, সহ সাংগঠনিক সম্পাদক রাজীব আহমেদ, মতিউর রহমান, এইচ এম সজীব, বাবুল মিয়া, সাইফুল ইসলাম, সোহেল রানা সরকার, কামরুল ইসলাম, শাহিনুর রহমান সিহান, সবুজ আহমেদ, সেলিম হোসেন, এসএম রাজ, রুবেল রানা, শফিকুল ইসলাম, ইমরান হোসেন, মোমিনুল ইসলাম, মেহেদী হাসান রাজু,

দপ্তর সম্পাদক ওরম ফারুক, সহ-দপ্তর সম্পাদক ইঞ্জি. কবীর হোসেন, সোহেল রানা, অর্থ সম্পাদক মাহবুব আলম লিটন, সহঅর্থ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ আলী, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম শিকদার, হাফিজুর রহমান, গণমাধ্যম ও সম্প্রচার সম্পাদক ইউসুফ হোসেন লেলিন, সহ-গণমাধ্যম ও সম্প্রচার সম্পাদক পলাশ, আবু হানিফ রাসেল, আইন সম্পাদক এডভোকেট আসাদুল ইসলাম, সহআইন সম্পাদক এডভোকেট ফারহানা সুলতানা, মানবাধিকার সম্পাদক শামীম হোসেন, সহমানবাধিকার সম্পাদক সুরুজ জামান, সোহেল রানা, শিক্ষা সম্পাদক আবু শামা, সহশিক্ষা সম্পাদক রফিকুল ইসলাম মাসুম, নূর মোহাম্মদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রুমা আক্তার, সহনারী ও শিশু বিষয়ক সম্পাদক আসমা আক্তার, সোহেলী শবনম শশী, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আখতার হোসেন, সহপরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক নাজমুল হক, এস এম শিহাব, মুক্তিযুদ্ধ ও জাতীয় ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনির হোসেন, সহমুক্তিযুদ্ধ ও জাতীয় ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইঞ্জি. জিন্নাহ, মিনা আক্তার, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক এস বি বাবুল, সহদুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক নাঈম, হাফিজুর রহমান, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মর্যাদা বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ, সহধর্মীয় সম্প্রীতি ও মানবিক মর্যাদা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফরমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শফিকুল ইসলাম, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এনামুল তালুকদার খোকন, শিল্প বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সহশিল্প বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবীব, সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লাল মিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক কাউছার ভূঁইয়া, সহছাত্র বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ ইমরান, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম, সহযুব ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শাহ আলম শিকদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নবী নুর, সহত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মাসুম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শুকুর আলী, সহপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, সদস্য সাইফুল ইসলাম, আরমান আহমেদ, আরিফ হোসেন, রফিকুল ইসলাম, পারভেজ, জামিল খান জুয়েল, জাহিদুল ইসলাম, হাসান মিয়া, কিসমত খান, জহুরুল ইসলাম, আশরাফুল ইসলাম ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে উঠে আসা তারুণ্যের নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ। বিগত দিনে দেশ ও দেশের আপামর জনসাধারণের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করে জায়গা করে নিয়েছে।

তিনি বলেন, সেই জায়গাটা ধরে রাখতে এবং দেশে গুম, খুন, হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাবে একই সঙ্গে মানুষের ভাত ও ভোটের অধিকার, জান ও জবানের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাবে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ। এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।

Header Ad
Header Ad

তরুণ প্রজন্মের ত্যাগ স্বীকারকে বৃথা হতে দেওয়া যাবে না: এম সাখাওয়াত

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, "বৈষম্যবিরোধী আন্দোলনে তরুণ প্রজন্মের প্রায় দুই হাজার জীবন উৎসর্গের দান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাদের ত্যাগকে কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না।"

শুক্রবার সকালে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ৫৬ বছরপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, "সরকারি সুন্দরবন আদর্শ কলেজ আয়তনে ছোট হলেও এর অবদান অনেক বড়। এই কলেজ থেকে বহু গুণী ব্যক্তি জন্ম নিয়েছেন, যারা খুলনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে, এত পুরোনো প্রতিষ্ঠান হয়েও এর অবকাঠামোগত উন্নয়ন এখনও যথেষ্ট হয়নি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

নৌ-উপদেষ্টা খুলনার উন্নয়নের জন্য মোংলা পোর্টকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "মোংলা পোর্ট খুলনার বন্দর। এটির পূর্ণ বিকাশ নিশ্চিত করতে কন্টেইনার টার্মিনাল নির্মাণসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, এবং জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তাহের মো. আনিছুর রহমান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ফাঁসিতে ঝোলার জন্য দেশে আসবেন: রেজাউল করিম  
টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠন, নেতৃত্ব পেলেন যারা  
তরুণ প্রজন্মের ত্যাগ স্বীকারকে বৃথা হতে দেওয়া যাবে না: এম সাখাওয়াত
মুক্তিযুদ্ধকে ৭২ এর সংবিধানের পক্ষে ঢাল বানানো হচ্ছে : আখতার  
এক যুগেরও অধিক সময় পর বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী  
বাংলাদেশে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে: মির্জা ফখরুল  
একপেশে ম্যাচে রাজশাহীকে উড়িয়ে প্রথম জয় চট্টগ্রামের
বিরামপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 
দেশে যেন কখনোই ফ্যাসিবাদ ফিরতে না পারে: গণপূর্ত উপদেষ্টা  
ঘন কুয়াশায় গাড়ি দুর্ঘটনা এড়াতে চালকদের বিআরটিএ এর ৪ নির্দেশনা
নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে না : ডা. শফিকুর
এবার ‘সাত বিয়ে’ নিয়ে মুখ খুললেন সোহেল তাজ
শীতার্তদের পৌনে সাত লাখ কম্বল দেবে সরকার
আজ যশোর একই মঞ্চে বয়ান করবেন আজহারী ও আহমাদুল্লাহ
যত দ্রুত সম্ভব ডাকসু নির্বাচন দিতে চাই: ঢাবি উপাচার্য
বাংলাদেশি হিন্দুদের ভারতে আসতে উৎসাহ দেওয়া উচিত নয়  
গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত
‌‌‘লিভ টুগেদার’ নিয়ে বেফাঁস মন্তব্য, স্বাগতাকে ফের আইনি নোটিশ
এবার কোহলিকে আউট না দিয়ে সমালোচনায় সৈকত
তাবলিগের দুই পক্ষকে শান্তিপূর্ণ সহাবস্থানের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের