বুয়েটে আন্দোলনের নামে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের তৎপরতা রয়েছে কিনা পর্যবেক্ষণ করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের পেছনে কলকাঠি নাড়ছে বিভিন্ন নিষিদ্ধ সংগঠন, ছাত্রশিবিরের বর্তমান সভাপতিও বুয়েটের। এ বিষয়ে গোয়েন্দাদের কাছে কোনো তথ্য আছে কিনা জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। সেখানে আমাদের টিম রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্ত করে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ আন্দোলন সংশ্লিষ্টতায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা মারা গেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, দুবাইতে মাশরাফি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন।
ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, মাশরাফি বিন মোর্ত্তজার মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মাশরাফির দুবাইয়ে অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে আর জনসমক্ষে দেখা যায়নি দলটির সাবেক সংসদ সদস্য মাশরাফিকে। তবে চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামার কথা ছিল তার। কিন্তু ফিটনেসের অভাবে এখনো তা সম্ভব হচ্ছে না বলে গণমাধ্যমে জানিয়েছেন সিলেট স্ট্রাইকারস কোচ মাহমুদ ইমন।
বিপিএল শুরুর আগে মাশরাফিকে নিয়ে সিলেট কোচ বলছিলেন, ‘সে এখনও আমাদের স্কোয়াডে আছে। কারণ এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির ওপর নির্ভর করছে (তার খেলার বিষয়), ও কী অনুভব করছে এবং ফিটনেসের অবস্থা কী এসবও বিবেচনায় থাকছে। সে যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে।’
তার সঙ্গে ফ্র্যাঞ্চাইজির কেমন কথাবার্তা হয়েছে– এমন প্রশ্নে সিলেট স্ট্রাইকার্সের কোচ ইমন বলছিলেন, ‘কথাবার্তা চলছে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে সব। তার ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতিটাও গুরুত্বপূর্ণ।’
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রিজেন্ট পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ জন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে সিলাম এলাকায় অবস্থিত এই পার্ক ঘিরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা পার্কে ভাঙচুর চালায় এবং কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্কটি উদ্বোধনের পর থেকেই অসামাজিক কার্যকলাপের কেন্দ্রস্থল হয়ে ওঠে। নামকরণে এটি পার্ক হলেও বিভিন্ন বয়সী তরুণ-তরুণীরা এখানে কক্ষ ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন। ঘটনার দিন স্থানীয়রা কক্ষগুলোতে অভিযান চালিয়ে ১৬ জন ছাত্র-ছাত্রীকে আটক করেন।
পরবর্তীতে আটজনকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং বাকি আটজনকে স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে বিয়ে দেওয়া হয়। সিলাম ইউনিয়নের কাজী আব্দুল বারী নিশ্চিত করেছেন, চার যুগলকে বিভিন্ন পরিমাণ দেনমোহর নির্ধারণ করে বিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের দেনমোহর ছিল ১০ লাখ টাকা এবং একজনের ছিল ১২ লাখ টাকা।
এই ঘটনার খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম তাজুল, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আবেদ রাজা, এবং অন্য নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করেন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয় মুরব্বিরা শিক্ষার্থীদের অভিভাবকদের জিম্মায় দেন। তবে বিয়ের বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।
আলোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ, যিনি একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জন্য ব্যাপক চর্চায় ছিলেন, সম্প্রতি প্রকাশিত তার নতুন গান ‘আমি তোমায় দিলাম’ নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এক অদ্ভুত স্বপ্নের কথা শেয়ার করেছেন।
গানের পাশাপাশি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে গিয়ে সুবাহ জানান, তিনি ভবিষ্যতে ‘সুগার মাম্মি’ হতে চান। এ সময় তিনি বলেন, "আমি ৪০ বছর পার হলে সুগার মাম্মি হতে চাই। যারা সুগার মাম্মির ছেলে হতে চান, তারা চল্লিশের পর বুক দিতে পারেন,"—এ কথা বলে তিনি উপস্থিত সবাইকে মজা দেন।
এ অভিনেত্রীর এমন খোলামেলা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কিছু নেটিজেন তার মন্তব্যকে হাস্যরস হিসেবে নিয়েছেন, আবার অনেকে মনে করছেন, সুবাহ আবারও তার সাহসী বক্তব্যের মাধ্যমে নিজেকে জীবনের প্রতি সৎ এবং অকপট প্রমাণ করলেন।
শাহ হুমায়রা সুবাহ তার সিনেমায় যাত্রা শুরু করেছিলেন ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে। এই ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন চিত্রনায়ক শিপন মিত্র।
তবে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন সাবেক ক্রিকেটার নাসির হোসেনের প্রেমিকা হিসেবে। তাদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু আলোচনা হয়। পরবর্তীতে গায়ক ইলিয়াসের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেও তা বেশিদিন টেকেনি, এবং এই সম্পর্ক নিয়েও চর্চা হয়েছিল।