২৪ মার্চ থেকে মিলবে ট্রেনের আগাম টিকিট
ছবি: সংগৃহীত
ঈদের ছুটিকে সামনে রেখে ২৪ মার্চ থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে রেলওয়ে। আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি হলেও এবার ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। অর্থাৎ টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত।
বুধবার (১৩ মার্চ) রেলওয়ে ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ তথ্য জানান রেলওয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী।
এদিকে, আগামী ৪ এপ্রিল অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। চলবে ১০ এপ্রিল পর্যন্ত।
সরদার সাহাদাত আলী জানান, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ। এছাড়া যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
ফিরতি টিকিট ৩ এপ্রিল ১৩ এপ্রিলের টিকিট, ৪ এপ্রিল ১৪ এপ্রিলের টিকিট- যথাক্রমে ১৫ এপ্রিল, ১৬ এপ্রিল, ১৭ এপ্রিল, ১৮ এপ্রিল ও ১৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিল।
মহাপরিচালক বলেন, গতবারের মতো এবারও ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। দুটি শিফটে- সকাল ৮টায় বিক্রি হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট। এবার ঈদে ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি।