টাঙ্গাইলের ভূঞাপুরে জনতার ধাওয়া খেয়ে চোলাই মদ অটোরিকশাতে ফেলে রেখে পালিয়ে যাওয়ার একদিনের মধ্যে মাদক কারবারি আনোয়ার হোসেনের স্ত্রী খালেদা বেগমকে (৪০) গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে তাকে টাঙ্গাইল আদালত প্রেরণ করা হয়েছে। এরআগে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে তার স্বামী আনোয়ার এখনো পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারি খালেদা বেগম ও পলাতক তার স্বামী আনোয়ার হোসেন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ স্থানীয়তের বরাতে জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক কারবারি সঙ্গে জড়িত।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান- মাদক, জুয়া, বাল্য বিয়ে ও ইভটিজিং রোধে আমরা জিহাদ ঘোষণা করেছি। তারইধাহিকতায় গত বুধবার সকালে চিতুলিয়াপাড়া এলাকায় স্থানীয় জনতা উদ্বুদ্ধ হয়ে ৩০ লিটার মদ উদ্ধার করে। এ ঘটনায় মাদক কারবারি খালেদা ও তার স্বামী আনোয়ার পালিয়ে যায়। পুড়িয়ে দেয় অটোরিকশা।
তিনি আরও জানান, এরপর ঘটনার দিন বুধবার রাতে অভিযান চালিয়ে মাদক কারবারি খালেদাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়। এছাড়া তার স্বামীকেও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার ২২ জানুয়ারি সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামের একটি মসজিদের সামনে থেকে অটোরিকশা থেকে ১০ ব্যাগ চোলাই মদ উদ্ধার করে জনতা। পরে মাদক কারবারি স্বামী-স্ত্রী পালিয়ে যায় এবং অটোরিকশা আগুনে পুড়িয়ে দেন বিক্ষুব্ধ জনতা।
এ ঘটনায় স্থানীয়রা ভূঞাপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে জনতার হাতে উদ্ধার ৩০ লিটার দেশিয় বাংলা চোলাই মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাদেরকে গ্রেফতার করার জন্য অভিযান চালায় পুলিশ।