শনিবার, ৪ জানুয়ারি ২০২৫ | ২০ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিএনপির মিছিলে ওয়ারেন্টভুক্ত আসামি এলেই গ্রেপ্তার: ডিএমপি

ছবি: সংগৃহীত

বিএনপির কালো পতাকা মিছিলে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি যোগ দিলে তাকে গ্রেপ্তার করতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

লিটন কুমার সাহা বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিদের আমরা গ্রেপ্তার করছি। আজ বিএনপির প্রোগ্রাম রয়েছে, সেখানে ওয়ারেন্টভুক্ত কোন আসামি এলে তাদের গ্রেপ্তারে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। প্রোগ্রামে কোনো আসামি এসেছে, কিন্তু আমরা ধরিনি, এমন নয়।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সবসময়ই তাদের কর্মসূচি পালন করছে। রাজনৈতিক কোনো কর্মসূচিতে আমরা বাধা দিচ্ছি না।

প্রসঙ্গত, আজ রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা মিছিলের কর্মসূচি রয়েছে বিএনপির। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মামলা প্রত্যাহার ও ‘অবৈধ সংসদ’ বাতিলের দাবিতে এই কর্মসূচি পালন করছে দলটি।

Header Ad
Header Ad

  অবশেষে বিয়ের গুঞ্জনে সীলমোহর দিলেন তাহসান

ছবিঃ সংগৃহীত

অবশেষে নিজের বিয়ের গুঞ্জনে আনুষ্ঠানিক সীলমোহর দিলেন অভিনেতা ও গায়ক তাহসান খান। কথা রেখে শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় স্ত্রী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তোলা একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করলেন তিনি।

বিয়ে প্রসঙ্গে শনিবার সকালেই তাহসান জানিয়েছিলেন, সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। সেই কথা অনুযায়ী এদিন সন্ধ্যায় গোলাপি রঙের শেরওয়ানিতে স্ত্রীর হাতে হাত রেখে তোলা একটি ছবি প্রকাশ করেছেন তিনি।

স্ত্রীর সঙ্গে তোলা সেই ছবি প্রকাশ করে তাহসান লিখেছেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?

তাহসানের সেই ফেসবুক পোস্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মাত্র ১৩ মিনিটে ১ লাখ ৭৩ হাজার রিয়েকশন পড়েছে তাহসানের স্ত্রীর সঙ্গে তোলা সেই ছবিতে।

জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। রোজা একজন উদ্যোক্তা।

উল্লেখ্য, ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। সেই সংসারে ভাঙনের পর ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির গলায় মালা দেন মিথিলা। সেই সংসারেও এখন শোনা যাচ্ছে ভাঙনের গুঞ্জন।

অন্যদিকে মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন তাহসান। তবে এবার সেই সিঙ্গেল ফাদার জীবনের অবসান ঘটলো। নতুন করে পথচলা শুরু করলেন দেশের জনপ্রিয় এই অভিনেতা ও গায়ক।

Header Ad
Header Ad

ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংককে শেষ করে দিয়েছে: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সবচেয়ে শক্তিশালী এ দেশের আপামর জনগণের ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ভাগ-বাঁটোয়ারা করে সেই ব্যাংকটাকে শেষ করে দিয়েছে।আমরা শুনেছি, এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ রেহানা, একই পরিবার। এখন এই চুরির দায়ে তাঁরা লন্ডনেও ধরা খেয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছেন মন্ত্রীও। এখন সেখানকার দুর্নীতি দমন কমিশন তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জার। আমাদের লজ্জা হলে কী হবে? ওদের কোনো লজ্জা নেই।’

শনিবার (৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের আপামর জনগণের জনপ্রিয় ইসলামী ব্যাংক ধ্বংস করেছে শেখ হাসিনা পরিবার। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে পরিবার মিলে টাকা লোপাট করেছে। বিভিন্ন প্রকল্প থেকে নিজ দলের ঠিকাদার নিয়োগ করে আমি আর মামু মিলে দেশটাকে পুটলা করেছে হাসিনা পরিবার।

এসময় দুর্নীতির দায়ে শেখ হাসিনার বোনের মেয়ের বিরুদ্ধে লন্ডনে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, দেশবাসীর স্বার্থ সংরক্ষণের লড়াই‌য়ে আমাদেরকে আপনারা দেখবেন। আমরা আপনাদের ভালবাসার কাঙ্গাল। আমরা আপনাদের দোয়া চাই, সাহায্য ও সমর্থন চাই। এ লড়াই‌য়ে আপনাদেরকে পাশে চাই। এ লড়াই‌য়ে আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাই। সাংবাদিক বন্ধুদের এ লড়াইয়ে অংশীদার হিসেবে দেখতে চাই।

আমীর নেতাকর্মী‌দের উদ্দেশে ব‌লেন, এমন একটা দেশ কি আপনারা চান যে সমাজে চাঁদাবাজি থাকবে না, যে সমাজে ঘুষখোর থাকবে না, যে সমাজে দখল বাণিজ্য চলবে না, মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না, যে সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না। তার জন্য লড়াই করতে হবে। আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে।

 

Header Ad
Header Ad

টাঙ্গাইলে ছাত্র অধিকার পরিষদের সভাপতির উপর আ’লীগ সমর্থকদের হামলার অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলামিন ইসলাম। ছবিঃ ঢাকাপ্রকাশ

মাদকের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় টাঙ্গাইলের ভূঞাপরে ছাত্র অধিকার পরিষদের উপজেলা সভাপতি আলামিন ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (৪ জানুয়ারি) বিকালে হামলার শিকার আলামিন ইসলাম ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানায়, গত ৩ জানুয়ারি শুক্রবার রাতে উপজেলার জিগাতলা গ্রামে উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলামিন ও তার চাচাতো ভাই বেলাল শেখসহ কয়েকজন দোকানে বসেছিল। এসময় হঠাৎ করে আলামিনের উপর বেশ কয়েকজন লোক এসে হামলা করে। পরে স্থানীয়রা আলামিনকে আহত অবস্থায় উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে ভর্তি করে।

আলামিনের উপর হামলার খবর পেয়ে ভর্তিরত আলামিনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে দেখতে আসেন টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি রুবেল খান, দপ্তর সম্পাদক ওমর ফারুক, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলীসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দরা।

আলামিনের চাচাতো ভাই বেলাল শেখ বলেন, শুক্রবার রাতে বাড়ির পাশে আমি ও আলামিন একটি দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ ৪ থেকে ৬ জন আওয়ামী লীগের সমর্থক পেছন থেকে এসে কোনো কিছু না বলেই আলামিনের উপর হামলা করে। তারা চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদককারবারীর সঙ্গে জড়িত।

এ বিষয়ে হামলার শিকার উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলামিন ইসলাম বলেন, ‘মাদক ব্যবসায়ী বাঁবু খা’ কে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে তিনি যমুনার চর থেকে আব্দল আজিজ, আসাদুল, সাগরসহ বেশ কয়েক আওয়ামী লীগের সমর্থক নিয়ে এসে আমার উপর হামলা করে’।

উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক জাহিদুল ইসলাম তরুন বলেন, ‘মাদকের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলামিনের উপর স্থানীয় কিছু আওয়ামী লীগের কর্মী এসে তার উপর হামলা করেছে। ঘটনাটির তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তি দাবি করছি’।

টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি রুবেল খান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদকের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় যারা আলামিনের উপর হামলা চালিয়েছে তারা সমাজের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদেরকে অবশ্যই দ্রুত  গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি’।

এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম রেজাউল করিম বলেন, ‘উপজেলা ছাত্র অধিকার পরিষদ নেতার উপর হামলার বিষয়টি কেউ আমাকে জানায়নি। অভিযোগ পেলে আনইগত ব্যবস্থা নেব’।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

  অবশেষে বিয়ের গুঞ্জনে সীলমোহর দিলেন তাহসান
ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংককে শেষ করে দিয়েছে: শফিকুর রহমান
টাঙ্গাইলে ছাত্র অধিকার পরিষদের সভাপতির উপর আ’লীগ সমর্থকদের হামলার অভিযোগ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
বিজয় একাত্তর হলের ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
নওগাঁয় সাড়ে ৯ কেজি গাঁজা ও ৫০ পিস ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুতা নিক্ষেপ’ কর্মসূচি ঢাবি শিক্ষার্থীদের
ধূমপানে শুধু ফুসফুস নয় কমে যায় বুদ্ধিও: গবেষণা  
উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজন করা হবে: ঢাবি ভিসি
গণভবন ছেড়ে হাসিনার পালানোর ঘটনা পাঠ্যবইয়ে
৭ বিয়ে নিয়ে কটাক্ষ, মামলার প্রস্তুতি নিচ্ছেন সোহেল তাজ!
চাকরি ফেরত চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিলেন দুদকের সেই শরীফ
ফরিদপুরে সাংবাদিকের বাবা-মাসহ ৩ জনকে কুপিয়ে জখম
‘জাতীয় দলে আর খেলছি না’, আফ্রিদিকে বললেন তামিম ইকবাল  
তারেক রহমানের মামলা বাতিলের রায় সঠিক নয়: রাষ্ট্রপক্ষ
আইসিইউতে অভিনেতা মুশফিক ফারহান
চীন ছাড়াও যেসব দেশে ছড়িয়ে পড়েছে মহামারি এইচএমপিভি
সরকারি চাকরিতে ভ্যারিফিকেশন খেলা কেন? প্রশ্ন সারজিসের
অন্তর্বর্তী সরকারকে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন
‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী জনসংযোগ শুরু ৬ জানুয়ারি