মাদকের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় টাঙ্গাইলের ভূঞাপরে ছাত্র অধিকার পরিষদের উপজেলা সভাপতি আলামিন ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (৪ জানুয়ারি) বিকালে হামলার শিকার আলামিন ইসলাম ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা জানায়, গত ৩ জানুয়ারি শুক্রবার রাতে উপজেলার জিগাতলা গ্রামে উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলামিন ও তার চাচাতো ভাই বেলাল শেখসহ কয়েকজন দোকানে বসেছিল। এসময় হঠাৎ করে আলামিনের উপর বেশ কয়েকজন লোক এসে হামলা করে। পরে স্থানীয়রা আলামিনকে আহত অবস্থায় উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে ভর্তি করে।
আলামিনের উপর হামলার খবর পেয়ে ভর্তিরত আলামিনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে দেখতে আসেন টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি রুবেল খান, দপ্তর সম্পাদক ওমর ফারুক, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলীসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দরা।
আলামিনের চাচাতো ভাই বেলাল শেখ বলেন, শুক্রবার রাতে বাড়ির পাশে আমি ও আলামিন একটি দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ ৪ থেকে ৬ জন আওয়ামী লীগের সমর্থক পেছন থেকে এসে কোনো কিছু না বলেই আলামিনের উপর হামলা করে। তারা চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদককারবারীর সঙ্গে জড়িত।
এ বিষয়ে হামলার শিকার উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলামিন ইসলাম বলেন, ‘মাদক ব্যবসায়ী বাঁবু খা’ কে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে তিনি যমুনার চর থেকে আব্দল আজিজ, আসাদুল, সাগরসহ বেশ কয়েক আওয়ামী লীগের সমর্থক নিয়ে এসে আমার উপর হামলা করে’।
উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক জাহিদুল ইসলাম তরুন বলেন, ‘মাদকের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলামিনের উপর স্থানীয় কিছু আওয়ামী লীগের কর্মী এসে তার উপর হামলা করেছে। ঘটনাটির তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তি দাবি করছি’।
টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি রুবেল খান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদকের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় যারা আলামিনের উপর হামলা চালিয়েছে তারা সমাজের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদেরকে অবশ্যই দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি’।
এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম রেজাউল করিম বলেন, ‘উপজেলা ছাত্র অধিকার পরিষদ নেতার উপর হামলার বিষয়টি কেউ আমাকে জানায়নি। অভিযোগ পেলে আনইগত ব্যবস্থা নেব’।