চক্রাকার বাসের ভাড়া বাড়ল ৫ টাকা
হাতিরঝিল চক্রাকার বাসের ভাড়া বাড়ানো হয়েছে। জ্বালানি তেলে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই ভাড়া বাড়িয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রবিবার (৫ ডিসেম্বর) থেকেই এ ভাড়া কার্যকর করা হয়েছে।
নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, এফডিসি মোড় থেকে বউ বাজার, হ্যাপি হোমস ও শুটিং ক্লাব পর্যন্ত ১৫ টাকা ভাড়া। এই ভাড়া আগে ছিল ১০টাকা। একই ভাবে ৫ টাকা বাড়িয়ে এফডিসি মোড় থেকে বাড্ডা, রামপুরা, মহানগর ও মধুবাগ এলাকা পর্যন্ত ২০ টাকা করা হয়েছে। পুরাতন ভাড়া ছিল ১৫ টাকা। এছাড়া এফডিসি মোড় থেকে চক্রাকার হয়ে আবার এফডিসি মোড় পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।
একইভাবে হ্যাপি হোমস থেকে শুটিং ক্লাব বা বাড্ডা বা রামপুরা পর্যন্ত ভাড়া ১৫ টাকা, শুটিং ক্লাব থেকে বাড্ডা বা রামপুরা পর্যন্ত ২০ টাকা এবং শুটিং ক্লাব থেকে চক্রাকার হয়ে শুটিং ক্লাব পর্যন্ত ভাড়া ৩৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
২০১৬ সালে এই হাতিরঝিলে যাত্রী পরিবহনে ১০টি মিনিবাস চালু করা হয়। এর পরিচালনার দায়িত্বে আছে ঠিকাদার প্রতিষ্ঠান এইচআর ট্রান্সপোর্ট। ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে রাজউক।
তবে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর কিনা সেই বিষয়ে স্পষ্ট করেনি রাজউক।
আরইউ/কেএফ/