শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ | ১০ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

হুইপ হিসেবে নিয়োগ পেলেন মাশরাফিসহ ৫ জন

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। এতে মাশরাফি বিন মুর্তজাসহ পাঁচ সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে, এম, আব্দুস সালাম স্বাক্ষরিত দুটি আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

একটি প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি আজ দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন।

আরেক প্রজ্ঞাপনে জানানো হয় জাতীয় ‍ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ ৫ এমপিকে রাষ্ট্রপতি হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন।

নতুন নিয়োগ পাওয়া হুইপরা হলেন— ইকবালুর রহিম (দিনাজপুর-৩ আসন), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২ আসন), মো. নজরুল ইসলাম বাবু ( নারায়ণগঞ্জ-২ আসন), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩) এবং মাশরাফী বিন মুর্তজা (নড়াইল-২ আসন)।

Header Ad
Header Ad

হোঁচট খেলেন ট্রাম্প: জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশে আদালতের স্থগিতাদেশ

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন ওয়াশিংটনের বিচারক জন কফেনর। ট্রাম্পের এই আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই আর নাগরিকত্ব পাওয়া যাবে না।

নতুন নিয়মে শিশুর মা-বাবাকে মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী হতে হবে। তবে আদালত এই আদেশকে অসাংবিধানিক উল্লেখ করে এর কার্যকারিতা আপাতত ১৪ দিনের জন্য স্থগিত করেছেন।

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ২২টি রাজ্য, দুটি শহর এবং বেশ কিছু নাগরিক অধিকার সংগঠন মামলা করেছিল। তারা এই আদেশকে যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর পরিপন্থী হিসেবে চিহ্নিত করে। এই সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সবাই নাগরিকত্বের অধিকারী। বিচারক কফেনর জানান, কোনো প্রেসিডেন্টের ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করার সুযোগ নেই।

ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার ঘোষণা দিয়েছেন। তার প্রশাসন দাবি করছে, নির্বাহী আদেশটি সংবিধানের সঠিক ব্যাখ্যা প্রদান করে। অন্যদিকে, ট্রাম্পের এই আদেশকে ‘আমেরিকার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ বলে উল্লেখ করেছেন ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল।

এ রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারকে সহজে বাতিল করা সম্ভব নয়। তবে এই নিয়ে আইনি লড়াই চলতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad
Header Ad

ডিএসই’র বাজার মূলধন বাড়ল ৩৬৪৭ কোটি টাকা

ছবি: সংগৃহীত

সপ্তাহজুড়ে সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৬৪৭ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই):

ডিএসইর বাজার মূলধন এক সপ্তাহে ০.৫৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬ লাখ ৬০ হাজার ৫৮৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে এটি ছিল ৬ লাখ ৫৬ হাজার ৯৪০ কোটি টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে:

- ডিএসইএক্স: ৩২.৬১ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়ে।
- ডিএসই-৩০ সূচক: ১৮.৭৭ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ বেড়ে।
- ডিএসইএস সূচক: ১১.২১ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ বেড়ে।

লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৩ কোটি ৩৬ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৭২ কোটি ৯৯ লাখ টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই):

সিএসইতেও সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে:

- সিএএসপিআই সূচক: ০.৬৭ শতাংশ বেড়ে ১৪,৪৪৯.০৫ পয়েন্ট।
- সিএসসিএক্স সূচক: ০.৭৯ শতাংশ বেড়ে ৮,৭৯৭.৩৯ পয়েন্ট।
- সিএসই-৫০ সূচক: ১.০৩ শতাংশ বেড়ে ১,১০৭.৬৫ পয়েন্ট।

তবে সিএসইতে লেনদেনের পরিমাণ হ্রাস পেয়েছে। এই সপ্তাহে লেনদেন হয়েছে ২১ কোটি ৫২ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৬২ কোটি ২৪ লাখ টাকা কম।

সাপ্তাহিক লেনদেনে ডিএসইতে ২০১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ১৫০টির কমেছে, এবং ৪৬টি অপরিবর্তিত ছিল। সিএসইতে ১৬২টি কোম্পানির দাম বেড়েছে, ১১৩টির কমেছে, এবং ২৫টি অপরিবর্তিত ছিল।

ডিএসইতে বাজার মূলধনের উল্লেখযোগ্য বৃদ্ধি এবং সূচকের উত্থান দেশের পুঁজিবাজারের জন্য ইতিবাচক ইঙ্গিত। তবে সিএসইতে লেনদেন কমে যাওয়া বিনিয়োগকারীদের জন্য চিন্তার কারণ হতে পারে।

Header Ad
Header Ad

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধু, চঞ্চল চৌধুরী ও রিপন হোসেন, নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বরাব এলাকায়।

এলাকাবাসীর তথ্য অনুযায়ী, চঞ্চল ও রিপন কোনাবাড়ি থেকে বরাব গ্রামে যাওয়ার পথে বরাব খোলাপাড়া রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই বন্ধুর মরদেহ সংগ্রহ করেন। এই ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, "ঘটনাটি সম্পর্কে আমি এখনও অবগত নই। বিষয়টি রেল পুলিশ তদন্ত করবে। আমরা খোঁজ নিচ্ছি।"

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

হোঁচট খেলেন ট্রাম্প: জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশে আদালতের স্থগিতাদেশ
ডিএসই’র বাজার মূলধন বাড়ল ৩৬৪৭ কোটি টাকা
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু
ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন ড. ইউনূস
কুয়াশায় ঢেকেছে রাজধানী, বেড়েছে শীতের তীব্রতা
গভীর রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
যুক্তরাষ্ট্রে ভারতীয় নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক
আরাফাত রহমান কোকোর আজ দশম মৃত্যুবার্ষিকী
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী: ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষার আহ্বান
ইসলামের আলোকে পরিচালিত হবে আগামীর বাংলাদেশ: মাওলানা মামুনুল হক
একসঙ্গে বিয়ের পিড়িতে বসলেন ২০০ সমকামী
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
আওয়ামী লীগ ১০ বছরের মধ্যে ফিরে আসবে: নুরুল হক
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা
বাফুফের অনুষ্ঠানে মধ্যমণি ‘আলো আসবেই’ গ্রুপের ভাবনা
উপদেষ্টারা রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে: আসিফ
‌‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান
সালমান এফ রহমানের সাথে সংশ্লিষ্ট ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ
আঁতাতের মাধ্যমে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : হাসনাত আব্দুল্লাহ
দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বিএনপি হাল ধরেছে: সেলিমা রহমান