নতুন মন্ত্রীদের বরণে প্রস্তুত সচিবালয়
ছবি: সংগৃহীত
নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করে নিতে সাজিয়ে তোলা হয়েছে সচিবালয়। কারণ নতুন মন্ত্রীরা আজ রবিবার প্রথম তাদের নিজ নিজ মন্ত্রণালয়ে অফিস করবেন। এ লক্ষ্যে গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও দপ্তরে দপ্তরে চলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। সরানো হয় পুরোনো কাগজপত্র।
মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, রবিবার (আজ) সকাল ১০টা থেকে মন্ত্রীরা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ে প্রবেশ করবেন। মন্ত্রণালয়ের সচিবরা মন্ত্রীদের ফুল দিয়ে স্বাগত জানাবেন। এছাড়া মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তরের প্রধানরা এদিন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে। তবে বিষয়গুলো মন্ত্রণালয়ের কার্যপ্রণালির ওপর নির্ভর করছে।
মন্ত্রীদের আগমন ঘিরে রবিবার সচিবালয়ে একদিকে ফুল দিয়ে বরণ উৎসবের পাশাপাশি মিডিয়াসহ অন্য শুভাকাঙ্ক্ষীদের পদচারণে মুখর থাকবে। সকাল ৯টার আগেই বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে হাজির হওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন। কোনো ত্রুটি যেন কারো চোখে না পড়ে, সেজন্য সব মন্ত্রণালয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ত্রীরা এদিন নিজ নিজ দপ্তরে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে পরিচিত হবেন। পরে সচিবসহ দপ্তর প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। বিশেষ করে নতুন মন্ত্রণালয় পাওয়া মন্ত্রী ও নবাগত মন্ত্রীরা মন্ত্রণালয়ে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন। মূলত নতুন ও পুরোনো মন্ত্রীরা এসব কর্মকাণ্ডে দিনব্যাপী সচিবালয়ে ব্যস্ত সময় পার করবেন।
প্রচলিত নিয়মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছাড়া সচিবালয়ে কোনো গাড়ি প্রবেশের অনুমতি নেই। এদিন সচিবালয়ে যাতে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা থেকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে নতুন মন্ত্রীদের দায়িত্ব গ্রহণের প্রথম দিন সচিবালয়ের পরিবেশ হবে একেবারে অন্য ধরনের।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজ থেকেই মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কাজের পরিধি বাড়তে শুরু করবে। বিশেষ করে চলতি সপ্তাহেই একনেক, অর্থনৈতিক-সংক্রান্ত মন্ত্রিসভা, ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা, জাতীয় পুরস্কার-সংক্রান্ত মন্ত্রিসভা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হবে। এছাড়া নতুন ও পুরোনো মন্ত্রীদের বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ফাইল নতুন করে খুলতে হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আলী হোসেন বলেন, আমরা মন্ত্রীকে ফুল দিয়ে মন্ত্রণালয়ে স্বাগত জানাব। এরপর বিভিন্ন দপ্তর থেকে আসা প্রধানদের নিয়ে মন্ত্রীর সঙ্গে কুশলবিনিময় করব। তবে নতুন মন্ত্রণালয় পাওয়া মন্ত্রীদের জন্য যে ধরনের প্রস্তুতি, আমাদের ক্ষেত্রে তত তোড়জোড় নেই।