সোমবার, ৭ অক্টোবর ২০২৪ | ২২ আশ্বিন ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আরও ১৯০৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চায় ইসি

ছবি: সংগৃহীত

ভোটের মাঠে আরও ১ হাজার ৯০৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চায় নির্বাচন কমিশন (ইসি)। ভোটের আগে পরে ৫ দিন দায়িত্ব পালনের জন্য তারা এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েনের চাহিদা দিয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের পাশাপাশি ভোটগ্রহণের দুই দিন পূর্ব থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত অর্থাৎ ৫ থেকে ৯ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য নির্বাচনি এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধের জন্য এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমের সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করণের প্রয়োজন হবে।

চিঠিতে আরও বলা হয়ে, আট বিভাগে বর্তমানে ১ হাজার ১৬২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে। এছাড়া আচরণবিধি প্রতিপালনের জন্য মোবাইল কোর্টে নিয়োজিত আছে ৭৫৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অতিরিক্ত আরও ১ হাজার ৯০৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজন।

১ হাজার ৯০৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ১২৬ জন , চট্টগ্রামে ৩৭৬ জন, সিলটে ১৪৪ জন, রাজশাহী বিভাগে ২১৯ জন, বরিশাল বিভাগে ১৮৬ জন, খুলনা বিভাগে ১৮৩ জন ও রংপুর বিভাগে ২৮২ জন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছে সংস্থাটি।

চাহিদা অনুযায়ী যাদের পদায়ন করা হবে তাদের দু'টি ব্যাচে বিভক্ত করে প্রথম ব্যাচের কর্মকর্তাদের আগামী ৩১ ডিসেম্বর ও দ্বিতীয় ব্যাচের কর্মকর্তাদের আগামী ২ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রশিক্ষণ প্রদান করা হবে।

 

Header Ad

দেশে সংখ্যালঘু বা সংখ্যা গড়িষ্ঠ বলে কিছু নেই: উপদেষ্টা ফরিদা আখতার

ছবি : ঢাকাপ্রকাশ

মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ ফরিদা আখতার বলেছেন- বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ। আমিও মনে করি এ দেশে সংখ্যালঘু বা সংখ্যা গড়িষ্ঠ বলে কিছু নেই। সবাই আমরা একটা পরিবার। আশা করি আমরা ভালো একটা পূজা উৎযাপন করতে পারব।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন-পাহারা দিয়ে উৎসব উদযাপন আনন্দময় হয়না। পুলিশ দিয়ে, আনসার দিয়ে আমরা পূজাটাকে আনন্দময় করবো- এটা হয় না। এটা আসলেই একটা আনন্দের, হিন্দু-মুসলিম সবাই মিলে আমরা আনন্দ করবো। সে জন্য সামাজিক একটা পরিবেশ তৈরি করতে হবে- যেন সবাই আনন্দটা করতে পারি। এখানে রাজনৈতিক দলের যাঁরা রয়েছেন, তাঁরাও যেন সহযোগীতা করি। তাহলে আমরা শান্তিপূর্ণভাবে পূজার আনন্দটা উপভোগ করতে পারবো।

তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের দায়িত্বে যাঁরা আছেন, তাদেরকে অনুরোধ করবো পূজা চলাকালে বিদ্যুৎ বিভ্রাট যেন না হয়। যদি কোনো কারণে সমস্যা হয়- তাহলে বিকল্প ব্যবস্থা রাখতে হবে। এ সময় তিনি জামাতের নামাজের সময় মাইক বন্ধ রাখার অনুরোধ করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা মিজ ফরিদা আখতার বলেন- মজলুম জননেতা মওলানা ভাসানী না থাকলে বাংলাদেশ হতো কি-না সন্দেহ আছে। তিনি বিশ্বের দরবারে টাঙ্গাইলকে পরিচিত করেছেন। মওলানা ভাসানীর জীবনী সকল পাঠ্যপুস্তকে থাকা দরকার- এজন্য যদি আমাকে মানববন্ধন কর্মসূচিতে দাঁড়াতে হয়, দাঁড়াবো।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এএম জহিরুল হায়াত, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন ঝন্টু, টাঙ্গাইল কেন্দ্রীয় কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চিত্তরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক দীলিপ কুমার দাস প্রমুখ।

মতবিনিময় সভায় জেলা সদরসহ ১২টি উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক, হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এরআগে তিনি সকালে জেলার দেলদুয়ার উপজেলার বিষ্ণুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উবীনীগ কার্যালয়ে যান। পরে একই উপজেলার পাথরাইলে স্থানীয় পূজা উদযাপন পরিষদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

Header Ad

বিএনপি সর্বশক্তি দিয়ে ত্রাণ ও পুনর্বাসনে কাজ করছে : প্রিন্স

ছবি: সংগৃহীত

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা বন্যাদুর্গত এলাকায় সর্বশক্তি দিয়ে ত্রাণ ও পুনর্বাসন তৎপরতা পরিচালনা করছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, এখন পর্যন্ত সরকারি ত্রাণ অপ্রতুল। তবে বিএনপি সাধ্যমতো অসহায় মানুষদের পাশে থেকে সহযোগিতা করছে।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে হালুয়াঘাট উপজেলার বন্যাদুর্গত কৈচাপুর ইউনিয়নের দর্শা গ্রামে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বন্যাদুর্গত মানুষদের ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশ্যে প্রিন্স বলেন, বন‍্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পুনর্নির্মাণে আগামীর ফসল না ওঠা পর্যন্ত সহযোগিতা প্রদান করতে হবে। সেইসঙ্গে ক্ষতিগ্রস্তদের গরু, মাছ ও মুরগি খামারিদের শর্তহীন সুদমুক্ত ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে। এ ছাড়াও বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তা, ব্রিজ, কালভার্ট, বাঁধ সংস্কার করে দ্রুত সময়ের মধ‍্যে চলাকালের উপযোগী করতে হবে।

এর আগে এদিন সকালে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদের সঙ্গে বন্যা পরিস্থিতি, সরকারি ত্রাণ ও পুনর্বাসন নিয়ে আলোচনা করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার সদর ও ধারা ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল, মুড়ি, চিড়া, তেল, শিশু খাদ্য এবং রান্না করা খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, আসলাম মিয়া বাবুল, হাফেজ আজিজুল হক, আবু হাসনাত বদরুল কবির, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, শমসুল ইসলাম শামস, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, হুমায়ুন কবির, তারিকুল ইসলাম চঞ্চলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Header Ad

সাকিবের মিরপুরে অবসরের ভালো সম্ভাবনা দেখছে বিসিবি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলে অবসর নিতে চান। তবে তিনি দেশে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এই অনিশ্চয়তার মধ্যে আশার আলো দেখালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন, দেশে ফিরে সাকিবের অবসর নেওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল।

সোমবার (৭ অক্টোবর) গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, “সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। তার খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকেই অবসর নেওয়ার। আমরা আশা করছি, সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব বাংলাদেশ থেকেই শেষ ম্যাচ খেলবেন।”

সাকিবের দেশে ফেরার আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ফারুক আহমেদ বলেন, "আইনি বিষয়গুলো নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি তো ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আমার ক্ষমতা সীমিত। সাকিবের ফেরার বিষয়ে সিদ্ধান্ত সরকার থেকেই আসতে হবে।"

তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা বাহিনী, সরকার এবং উপদেষ্টারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমাদের দায়িত্ব হবে মাঠে সাকিবের খেলাধুলার সুযোগ তৈরি করা। স্টেডিয়ামের ভেতরে বা ইনডোরে অনুশীলন করার জন্য যা যা করা দরকার, সেটুকু আমরা করতে পারবো।"

উল্লেখ্য, সাকিব আল হাসানের নামে একটি হত্যা মামলা রয়েছে, এবং আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য গ্রেফতার হচ্ছেন। এ অবস্থায় সাকিব দেশে ফিরলে তারও গ্রেফতার হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই সাকিব আগে থেকেই বলেছেন যে দেশে ফিরে কিংবা দেশ ছাড়ার সময় কোনো ঝামেলায় না পড়ার নিশ্চয়তা চান তিনি।

Header Ad

সর্বশেষ সংবাদ

দেশে সংখ্যালঘু বা সংখ্যা গড়িষ্ঠ বলে কিছু নেই: উপদেষ্টা ফরিদা আখতার
বিএনপি সর্বশক্তি দিয়ে ত্রাণ ও পুনর্বাসনে কাজ করছে : প্রিন্স
সাকিবের মিরপুরে অবসরের ভালো সম্ভাবনা দেখছে বিসিবি
শেখ হাসিনা আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন?
টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যাকাণ্ড: বাবা-ছেলেসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১
১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
শিক্ষায় আগ্রহ কম, ভিসি পদে আগ্রহ বেশি: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
আবু সাঈদকে 'সন্ত্রাসী' আখ্যা দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে এবার সাময়িক বরখাস্ত
আবরারের স্মৃতি আঁকড়ে একাকী দিন কাটছে মায়ের
শিল্পকলায় নিয়োগ জালিয়াতি: লিয়াকত আলী লাকীসহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন
চঞ্চলের জনপ্রিয়তায় ভাটা !
সশস্ত্র বাহিনী বিএসইসি কার্যালয়ের নিরাপত্তায় থাকবে
বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস
নির্বাচনের চেয়েও সংস্কার গুরুত্বপূর্ণ বিষয় : প্রধান উপদেষ্টা
আর্জেন্টিনাকে কাঁদিয়ে ‘হেক্সা মিশন’ পূরণ করলো ব্রাজিল
স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই : উপদেষ্টা নাহিদ
দিল্লিতে পালিয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম