গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন প্রশাসনের দুই কর্মকর্তা
ছবি: সংগৃহীত
গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন প্রশাসনের দুজন কর্মকর্তা। তাদের মধ্যে একজনকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এবং অন্যজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর মধ্যে বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম। অতিরিক্ত সচিব পদমর্যাদার ফেরদৌস আলমকে গ্রেড-১ পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়া, গ্রেড-১ পদে পদোন্নতির পর স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তাদের দুজনের নিয়োগ আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মো. আব্দুল ওয়াহাব ভুঞা, বাংলাদেশ হাইটেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক জি, এস, এম জাফর উল্লাহ এবং বিএসটিআইয়ের মহাপরিচালক মো. আবদুস সাত্তারকে অবসরে যাওয়ার জন্য বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।