আপিলের ৬ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৮০ জন
আপিল শুনানী। ছবি সংগৃহীত
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ছয় দিনে ২৮৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) ইসির আইন শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৈধ মনোনয়নের বিরুদ্ধে ৩৫টি আপিল, বাতিল আদেশের বিরুদ্ধে আপিল হয়েছে ৫২৫টি। মোট আবেদন ৫৬০টি। মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে করা আপিলের ২৮০টি মঞ্জুর করা হয়েছে। বৈধ আদেশের বিরুদ্ধে করা আবেদনের মধ্যে মঞ্জুর হয়েছে ৫টি, খারিজ করা হয়েছে ২টি, বাতিল করা হয়েছে ২৮টি।
ষষ্ঠদিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২২ জন। বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল হয়েছে। নামঞ্জুর হয়েছে ৬২ প্রার্থীর আপিল আবেদন।
এর আগে, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পঞ্চমদিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন ৪৪ জন, বুধবার (১৩ ডিসেম্বর) চতুর্থ দিনে ৯৯ জনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন ৪৮ জন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) তৃতীয় দিনে ৬৪ জন, সোমবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিনে ৫১ জন এবং রোববার (১০ ডিসেম্বর) প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। এর মধ্যে বৈধ আদেশের বিরুদ্ধে করা আবেদনের মধ্যে মঞ্জুর হয়েছে ৫টি অর্থাৎ পাঁচজন প্রার্থী তাদের প্রার্থিতা হারান।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৫৫৮টি আপিল হয়। রোববার থেকে শুনানির মাধ্যমে আপিল নিষ্পত্তি শুরু হয়েছে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ৭ জানুয়ারি।