রবিবার, ৫ জানুয়ারি ২০২৫ | ২১ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধে ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণের দিন আজ । বাঙালি জাতির ইতিহাসে বেদনাবিধুর দিন আজ (১৪ ডিসেম্বর), শহীদ বুদ্ধিজীবী দিবস।। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে পাকিস্তানি হানাদার বাহিনী। এ দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে তারা। বিশেষ করে ১৪ ডিসেম্বর তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়েরবাজার ইটখোলা ও মিরপুরের বধ্যভূমিসহ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ-হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়।

১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার পর অর্থাৎ বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি এবং ৭টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা একইদিনে সকাল ৭টা ২২ মিনিটে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৮টায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া সকাল সাড়ে ৮টা থেকে সর্বস্তরের জনগণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী প্রদান করেছেন।

সংবাদপত্রসমূহে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে এদিন। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। দিবসটি উপলক্ষ্যে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।

মুক্তিযুদ্ধের শেষলগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আল-বদর বাহিনী আরও অনেক বুদ্ধিজীবীকে ধরে নিয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আল-বদর ঘাঁটিতে নির্যাতনের পর রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর কবরস্থানে নিয়ে হত্যা করে।

শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন, অধ্যাপক মুনির চৌধুরী, ডা.আলিম চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ড. ফজলে রাব্বী, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক রশীদুল হাসান, ড. আবুল খায়ের, ড. মুর্তজা, সাংবাদিক খন্দকার আবু তাহের, নিজামউদ্দিন আহমেদ, এসএ মান্নান (লাডু ভাই), এ এন এম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, সেলিনা পারভিনসহ আরও অনেকে।

এদিকে প্রতি বছরের ন্যায় এ বছরও ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করেছে তারা।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের আজ ১৪ ডিসেম্বর ( বৃহস্পতিবার) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

Header Ad
Header Ad

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

কয়েক বছর ধরে বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। গত নভেম্বরে দেশে মূল্যস্ফীতির হার ছিল ১১.৩৮ শতাংশ। এ সময় গড় মূল্যস্ফীতির চেয়ে খাদ্য মূল্যস্ফীতির হার আরও বেশি চড়া, যা ছিল প্রায় ১৪ শতাংশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ। এরমধ্যে অন্তর্বর্তী সরকার ভ্যাট বাড়ানোর পরিকল্পনা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। এদিকে আইএমএফের শর্তে ভ্যাটের হার ১৫ শতাংশ করার উদ্যোগ নিয়েছে সরকার।

বিবিএসের সর্বশেষ তথ্যে দেখা যায়, গত নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১৩.৮০ শতাংশ। যদিও জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪.১০ শতাংশ, নভেম্বরে তা কিছুটা কমেছে, তবে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে ১১.৩৮ শতাংশে পৌঁছেছে। এর মানে গত ২০২৩ সালের নভেম্বরে ১০০ টাকায় যা কেনা যেতো, ২০২৪ সালের নভেম্বরে সেই একই পণ্য বা সেবা কিনতে ভোক্তাকে ১১১ টাকা ৩৮ পয়সা খরচ করতে হয়েছে।

জানা গেছে, ডলারসহ অর্থনৈতিক সংকটের প্রভাবে উচ্চ মূল্যস্ফীতির দেশগুলোর একটি ছিল শ্রীলঙ্কা। দুই বছর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটির মূল্যস্ফীতির হার ঠেকে ৭০ শতাংশে। বৈদেশিক দায় পরিশোধে ব্যর্থতায় নিজেদের দেউলিয়া ঘোষণা করা দেশটির মূল্যস্ফীতি এখন ১ শতাংশেরও নিচে। দেশটির গণমাধ্যম বলছে, গত আগস্টে দেশটিতে মূল্যস্ফীতির হার ছিল ০.৫ শতাংশ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে মূল্যস্ফীতির হার দীর্ঘদিন ধরেই ছিল দুই অঙ্কের ঘরে। অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাওয়া দেশটির মূল্যস্ফীতির হারও এরইমধ্যে এক অঙ্কের ঘরে নেমে এসেছে। গত মাসে দেশটিতে মূল্যস্ফীতি ছিল ৯.৬৪ শতাংশ। যদিও এক বছর আগে ২০২৩ সালের আগস্টে দেশটিতে মূল্যস্ফীতি ছিল ২৭ শতাংশেরও বেশি।

বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটান। এ সাত দেশের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ অঞ্চলে সবচেয়ে কম মূল্যস্ফীতি এখন শ্রীলঙ্কায়। আগস্টে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতির হার ছিল মাত্র ০.৫ শতাংশ। দ্বিতীয় সর্বনিম্ন ১.৪ শতাংশ মূল্যস্ফীতি রয়েছে মালদ্বীপে। ভুটানে ২.০৪, নেপালে ৩.৫৭ ও পাকিস্তানে ৯.৬৪ শতাংশ মূল্যস্ফীতি বিরাজ করছে। ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী ভারতের সাড়ে ৫ শতাংশের বিরাজ করছে। এরমধ্যে মালদ্বীপ, নেপাল ও ভুটানে মূল্যস্ফীতির তথ্য জুলাই পর্যন্ত হালনাগাদকৃত।

গত বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। তবে ৪৩টি পণ্যের উপরে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যের দামের ওপরে প্রভাব পড়বে না।

গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গভর্নর হিসেবে অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর নিয়োগ পান। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি নীতি সুদহার (রেপো রেট) ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশে উন্নীত করেন। এরপরও মূল্যস্ফীতি না কমলে নীতি সুদহার ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর আভাস দিয়েছেন গভর্নর। বর্তমানে দেশের ব্যাংকগুলোয় ঋণের সুদহার ১৬-১৭ শতাংশ পর্যন্ত উঠেছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। এ কারণে দেশের বৈদেশিক মুদ্রাবাজার কিছুটা স্থিতিশীল হয়ে এসেছে। ব্যাংক খাতের সঙ্গে খুচরা বাজারের বিনিময় হারের ব্যবধান ১ শতাংশে নেমেছে। বর্তমানে দেশের ব্যাংকগুলোয় প্রতি ডলার লেনদেন হচ্ছে সর্বোচ্চ ১২০ টাকায়।

Header Ad
Header Ad

সহজ জয়ে বছর শুরু বার্সেলোনার  

ছবিঃ সংগৃহীত

দুর্দান্ত এক জয় দিয়ে নতুন বছর শুরু করল বার্সেলোনা। স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট কোপা দেল রে'র শেষ ৩২-এর ম্যাচে শনিবার (৪ জানুয়ারি) চতুর্থ স্তরের দল ইউনিয়ন দেপোর্টিভা বারবাস্ট্রোর মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। দেপোর্টিভা বারবাস্ট্রোকে বিপক্ষে ৪-০ গোলে সহজ জয় পেয়েছে বার্সেলোনা।

গতকাল (শনিবার) রাতে কোপা দেল রে–র ৩২তম রাউন্ডে সফরকারী হিসেবে মাঠে নামে বার্সেলোনা। যেখানে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা প্রতিপক্ষের ওপর আধিপত্য রেখেই খেলেছে। তাদের দখলে বল ছিল প্রায় ৭৫ শতাংশ। লেভান্ডফস্কি ছাড়া বার্সার হয়ে একটি করে গোল করেছেন এরিক গার্সিয়া ও পাবলো তোরে। গোলের পাশাপাশি তোরে দুটি অ্যাসিস্টও করেছেন।

এদিন প্রতিপক্ষ বারবাস্ত্রোকে ম্যাচের শুরু থেকেই চাপের ওপর রাখে বার্সেলোনা। যার সুবাদে তারা ম্যাচে লিড নেয় ২১তম মিনিটে। রোনাল্ড আরাউহো ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে হেড দিয়ে পেনাল্টি স্পটের কাছে ঠেলে দিলে, গার্সিয়া আরেকটি হেডে সেটি জালে জড়িয়ে দেন। ৩১ মিনিটে পাবলো তোরেরর ফ্রি-কিকে পাওয়া বলে হেড দিয়ে লিড দ্বিগুণ করেন লেভান্ডফস্কি।

বিরতির পর ফিরে স্বাগতিকদের সুযোগ না দিয়ে ব্যবধান আরও বাড়ায় বার্সেলোনা। ৪৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেভান্ডফস্কি। তোরের রক্ষণচেরা পাস পেয়ে পোল্যান্ডের এই অভিজ্ঞ ফরোয়ার্ড ঠাণ্ডা মাথায় ফিনিশিং দেন। প্রতিপক্ষের দুর্বল রক্ষণকেই কাজে লাগিয়েছে বার্সা। ম্যাচের ৫৬ মিনিটেই আসে তাদের চতুর্থ গোলটি। বারবাস্ত্রো গোলরক্ষকের ভুলে বল পেয়ে সেটিকে জালের সাক্ষাৎ করান তোরে। বাকি সময়ে আর কেউ গোল না পাওয়া বার্সেলোনা ৪-০ স্কোর নিয়ে মাঠ ছাড়ে।

এই ম্যাচ দিয়ে বার্সার জার্সিতে অভিষেক হয় আন্দ্রে টের স্টেগানের ইনজুরিতে অবসর ভেঙে ক্লাবটিতে যোগ দেওয়া ভয়চেক সেজনি। এ ছাড়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ (১৬ বছর ১৭৩ দিন) ফুটবলার হিসেবে টনি ফার্নান্দেজকে অভিষেক করায় স্প্যানিশ জায়ান্টরা। সর্বশেষ জয়ে কোপা দেল রে–র শেষ ষোলোয় উঠে গেল বার্সেলোনা। আগামী বৃহস্পতিবার তারা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে অ্যাতলেটিক বিলবাওয়ের মোকাবিলা করবে।

Header Ad
Header Ad

১০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হারল ভারত

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ১০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হেরে গেল ভারত। গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর ভারত টানা দুটি টেস্ট সিরিজে পরাস্ত। সেই সঙ্গে চুরমার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার হ্য়াটট্রিকের যাবতীয় আশা। জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার ক্ষীণ আশা জিইয়ে রাখতে ভারতকে জিততেই হতো সিডনিতে। কিন্তু সেটা হলো না। অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারত। জসপ্রীত বুমরাহ ব্যাক স্প্যাজমের কারণে বল করতে না পারায় এই পুঁজি নিয়ে লড়াই ভারতের পক্ষে কঠিন হয়ে যায়।

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে প্যাট কামিন্স ভারতকে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন সেই সাথে ওয়ানডে বিশ্বকাপও। এবার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলেন, সেই সঙ্গে নিশ্চিত করলেন বর্ডার-গাভাসকর ট্রফি জয়।

সিডনি টেস্টে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের পুরোটাও লাগল না অস্ট্রেলিয়ার ৩-১ ব্যবধানে সিরিজ জয় সুনিশ্চিত করতে। স্যাম কনস্টাস ১৭ বলে ২২, উসমান খোয়াজা ৪৫ বলে ৪১, মার্নাস লাবুশেন ২০ বলে ৬ ও স্টিভ স্মিথ ৯ বলে ৪ রান করেন। স্মিথ আটকে থাকলেন টেস্টে ৯৯৯৯ রানে।

২৭ ওভারেই অস্ট্রেলিয়াকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন ট্রাভিস হেড ও বিউ ওয়েবস্টার। হেড চারটি চারের সাহায্যে ৩৮ বলে ৩৪ ও ওয়েবস্টার ৬টি চারের সাহায্যে ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। ওয়াশিংটন সুন্দরের বলে চার মেরে দলকে সিরিজ জেতান এই টেস্টে অভিষেক হওয়া ওয়েবস্টার। প্রসিদ্ধ কৃষ্ণ তিনটি ও মহম্মদ সিরাজ ১ উইকেট নেন। সিরাজ এদিন খোয়াজাকে আউট করে টেস্টে শততম শিকার ঝুলিতে পুরলেন।

এদিকে জসপ্রীত বুমরাহর পর দ্বিতীয় ভারতীয় পেসার তথা ভারতের চতুর্থ বোলার হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের ক্লাবে যোগ দিলেন সিরাজ। রবিচন্দ্রন অশ্বিন ১৯৫টি, জসপ্রীত বুমরাহ ১৫৬টি, রবীন্দ্র জাদেজা ১৩১টি ও মহম্মদ সিরাজ ১০০টি উইকেট নিয়েছেন।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ
সহজ জয়ে বছর শুরু বার্সেলোনার  
১০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হারল ভারত
সেই পানামা ফারুকের মেয়ে রোজাকেই বিয়ে করলেন তাহসান
যুক্তরাষ্টের সর্বোচ্চ বেসামরিক পদক পাচ্ছেন মেসি  
গাজার ইসরায়েলের হামলা, একদিনেই শিশুসহ নিহত ৭০
৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ জনকে নিয়ে মুখ ঢেকে কেক কাটলেন ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক  
গুচ্ছ পদ্ধতি ও পোষ্য কোটা বাতিলের দাবিতে কুবি প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম 
বাংলাদেশি হামজাকে দলে চায় শেফিল্ড ইউনাইটেড
  যশোরে আজহারীর মাহফিল শেষে থানায় ৩ শতাধিক জিডি
ভারত সেভেন সিস্টার্সের জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে: সারজিস
নির্বাচনের তারিখ নির্ভর করছে মানুষ কতটা সংস্কার চায় তার ওপর: প্রধান উপদেষ্টা  
রমজানে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ
হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির এখনো জবাব দেয়নি দিল্লি  
নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে : রূপা হককে প্রধান উপদেষ্টা  
কানাডায় নেওয়া যাবে না বাবা-মা ও দাদা-দাদিকে, স্পনসরশিপ বন্ধ ঘোষণা  
ইউরোপের ৮ দেশের ভিসা দিচ্ছে ঢাকার সুইডিশ দূতাবাস  
সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাখ্যানের ঘোষণা শিক্ষার্থীদের  
পূর্ব শত্রুতা জেরে ৩০০ মাল্টা গাছ কেটে বিনষ্ট, হাউ মাউ করে কাঁদছেন চাষী
  অবশেষে বিয়ের গুঞ্জনে সীলমোহর দিলেন তাহসান