রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত
রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত। ছবি: সংগৃহীত
তিন দিনের সফরে আগামী ২০ ডিসেম্বর রাঙামাটি জেলার পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। অনিবার্য কারণে এ সফর স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাঙামাটি জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই চিঠিতে বলা হয়েছে- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর রাঙামাটি জেলার সাজেক সফর অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘এইমাত্র মহামান্য রাষ্ট্রপতি সাজেক সফরের স্থগিত করার চিঠি হাতে পেয়েছি। এর আগে রাষ্ট্রপতি আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকে অবস্থান করার কথা ছিল। রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে ১৮ তারিখ থেকেই সব রিসোর্ট ও কটেজগুলোতে পর্যটকদের অবস্থান না করার নির্দেশনা দেওয়া হয়েছিল।’
প্রসঙ্গত, রাষ্ট্রপতি সফর উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর থেকে ৫ দিনের জন্য সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় রাঙামাটি জেলা প্রশাসন ও রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে ওই ৫ দিন পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করার কথা জানানো হয়েছিল।