দুই-একদিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল দুই একদিনের মধ্যেই নির্বাচন কমিশন ঘোষণা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন সময়ে চলমান অগ্নিসন্ত্রাস প্রতিরোধ করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দেশের প্রথম ১৪ লেনের এক্সপ্রেসওয়েসহ ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর একসঙ্গে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অনেকে নির্বাচনে আসতে চায় না। কারণ ৩০ আসন (নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩০টি আসন পায়) যারা পেয়েছিল, তাদের তো নির্বাচনে আসার আকাঙ্ক্ষাই থাকবে না। নির্বাচন বানচাল করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে আবার মানুষকে ভোগান্তি দেয়াটাই তাদের চেষ্টা।
শেখ হাসিনা বলেন, রাতের অন্ধকারে কেউ যেন ক্ষমতা দখল করে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।
আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক ধারার বাইরে ক্ষমতায় আসেনি জানিয়ে তিনি বলেন, আমরা জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়েছি। জনগণ নৌকায় ভোট দিলে আসবো (ক্ষমতায়)। না দিলে আফসোস থাকবে না।
অনুষ্ঠানে ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা ব্যয়ে ১৫৭টি প্রকল্পের আওতায় দেশব্যাপী একযোগে ১০ হাজার ৪১টি অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, আশ্রয়ন প্রকল্পের আওতায় ৫৩৯৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে গৃহপ্রদান করেন প্রধানমন্ত্রী।