বঙ্গবন্ধু টানেলে কার রেসিং, ৭ কার চালকের বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু টানেলে কার রেসিং। ছবি সংগৃহীত
উদ্বোধনের মাত্র তিন দিন হয়েছে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের। এরই মধ্যে টানেলের মধ্যে স্পোর্টস কারের রেসিং প্রতিযোগিতায় জড়িত সাতটি কারকে চিহ্নিত করেছে টানেল কর্তৃপক্ষ। সেগুলোর অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নগরীর কর্ণফুলী থানায় বুধবার (১ নভেম্বর) রাতে মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্তৃপক্ষের সহকারী ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম (৫০)। সড়ক পরিবহন আইনে মামলাটি দায়ের করা হয়।
বন্দর জোনের ডিসি শাকিলা সোলতানা গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধু টানেলে বেপরোয়া গতিতে কার রেসিংয়ের ঘটনায় একটি অভিযোগ দিয়েছিল টানেল কর্তৃপক্ষ। এ অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতে মামলা দায়ের হয়েছে। গাড়িগুলোর নম্বর প্লেট দেখে সড়ক পরিবহন আইনে মামলাটি দায়ের হয়। সেই গাড়ির চালক কারা ছিলেন, সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
টানেল কর্তৃপক্ষ জানিয়েছে, টানেলে মোটরযানের গতিসীমা সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার নির্ধারণ করা হয়। এ বিষয়ে টানেলের প্রবেশমুখসহ বিভিন্ন অংশে ‘গতিসীমা সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার’ নির্দেশনাযুক্ত সাইনবোর্ড সাঁটানো হয়। কিন্তু গত ২৯ অক্টোবর রাত ১১টার দিকে টোল দিয়ে টানেলে প্রবেশের পর ১০ থেকে ১১টি গাড়ি সর্বোচ্চ গতিসীমা লঙ্ঘন করে এবং গাড়িগুলো বিপদজনকভাবে রেসিংয়ে মেতে ওঠে। পরে এ ঘটনার একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে প্রশাসন।