ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের করভিসহ চারজন
করভি রাখসান্দ, রবি কান্নান আর., ইগুয়েনিও লেমোস এবং মিরিয়াম করোনেল-ফেরেরছবি: র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে নেওয়া
এশিয়ার নোবেলখ্যাত র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের করভী রাখসান্দ। তিনি জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। বৃহস্পতিবার (৩১ আগস্ট) মোট চারজনকে এ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেয় র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন।
পুরস্কার পাওয়া অন্যরা হলেন- ভারতের রবি কান্নান আর, পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস ও ফিলিপাইনের মিরিয়াম করোনেল।
চলতি বছর র্যামন ম্যাগসাইসাই পুরস্কারের ৬৫তম বার্ষিকী উদ্যাপন করা হচ্ছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এ পুরস্কার দিয়ে থাকে।
র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে করভি রাখসান্দ সম্পর্কে বলা হয়েছে, করভি রাখসান্দ বাংলাদেশের সর্বজনীন মানসম্মত শিক্ষার বিকাশে একজন অগ্রগণ্য ব্যক্তি। তিনি নিজ দেশের তরুণদের মধ্য সক্রিয় অংশগ্রহণমূলক সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এদিকে এর আগে এশিয়ার নোবেলখ্যাত এ পুরস্কারে ভূষিত হয়েছিলেন আরও ১২ বাংলাদেশি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন স্যার ফজলে আবেদ খান, ডক্টর মোহাম্মদ ইউনূস, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। করভী রাখসান্দ ১৩তম বাংলাদেশি হিসেবে এ পুরস্কার পেয়েছেন।