বাড়ল ঈদের ছুটি
আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ঈদুল আজহার ছুটি একদিন বাড়ল। আগামী ২৭ জুন থেকে ছুটি অনুমোদন করা হয়েছে। ফলে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ৫ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সংবাদ ব্রিফিংয়ের পর এ বিষয়ে মন্ত্রপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানা গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ছুটি একদিন বাড়ায় ঈদের ছুটি শুরু হবে ২৭ জুন থেকে। গত ঈদুল ফিতরেও ছুটি একদিন বাড়িয়েছিল সরকার।
এর আগে গত মঙ্গলবার (১৩ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হয়।
সভা শেষে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারে সেজন্য ২৭ তারিখ থেকে ছুটি দিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ করা হয়েছে। ছুটি একদিন বাড়িয়ে দিলে ঈদে চাপ কমবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।
এদিকে রবিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানান, এটি প্রস্তাব, আমরা মনে করি এটি যৌক্তিক প্রস্তাব। সুপারিশের বিষয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে।