সাংবাদিক নাদিম হত্যা: ঢাকায় আনা হয়েছে বাবু চেয়ারম্যানকে
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে ঢাকায় আনা হয়েছে।
শনিবার (১৭ জুন) সন্ধ্যায় তাকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আনা হয়। তিনি বর্তমানে র্যাব হেফাজতে রয়েছেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানের বিষয়ে সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে শনিবার ভোরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রাম থেকে ইউপি চেয়ারম্যান বাবুকে আটক করে র্যাব।
এদিকে সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মাহমুদুল আলম বাবু জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার (১৬ জুন) রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ তাকে সাময়িক বহিষ্কার করে।
সাংবাদিক গোলাম রব্বানি নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ছিলেন। ইউপি চেয়ারম্যানের নানা অপকর্ম নিয়ে একাধিক রিপোর্ট করেছিলেন তিনি।
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিম ইউপি চেয়ারম্যান বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন। বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে শুক্রবার জানাজা শেষে গ্রামের বাড়ি নিলাক্ষিয়া ইউনিয়নে গুমেরচরে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে নাদিমকে সমাহিত করা হয়।