সংসদের বাজেট অধিবেশন শুরু আজ
জাতীয় সংসদের বাজেট (২৩তম) অধিবেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসছে আজ।
বুধবার (৩১ মে) বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে। এরআগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে।
বৃহস্পতিবার (১ জুন) সংসদ অধিবেশনে আসন্ন ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করা হবে। এ সময় উপস্থিত থাকবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন রাষ্ট্রপতির সংসদে প্রথম আগমনকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়।
রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৪ মে সংসদের ২৩তম (বাজেট) অধিবেশন আহ্বান করেন। আজ বুধবার বিকেল ৫টায় অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অধিবেশন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ওই বৈঠকে অধিবেশনের কার্যদিবস ছাড়াও বাজেট পেশের সময়, সম্পূরক ও মূল বাজেটের ওপর আলোচনার সময় নির্ধারণ এবং বাজেট পাসের দিনক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতি বছর ৩০ জুন বাজেট পাস হলেও এবার ঈদের ছুটির কারণে ২৫বা ২৬ জুন পাসের প্রস্তাব নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে আলোচনার পর অধিবেশন মূলতবি করা হবে। চলতি সংসদের সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনা ও অধিবেশন মূলতবি করার বিধান রয়েছে। ঢাকা-১১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য চিত্রনায়ক আবকর হোসেন পাঠান ফারুক গত ১৫ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থানে মারা যান।
অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর ছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর রয়েছে। দ্বিতীয় দিনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল জাতীয় সংসদে নতুন বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হবে। আগামী রবিবার থেকে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হবে। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনার পর আগামী ২৫ বা ২৬ জুন বাজেট পাস হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, এবার সাত লক্ষ কোটি টাকার বাজেটের খসড়া প্রণয়ন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রীসভার বৈঠকে বাজেট অনুমোদন করা হবে। সংসদে উত্থাপনের আগে বাজেট প্রস্তাবে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি দুপুরেই সংসদ ভবনে রাষ্ট্রপতির দপ্তরে আসবেন। তিনি বাজেট উত্থাপন প্রত্যক্ষ করবেন। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সংসদ ভবন, সদস্য ভবনসমূহ এবং সংসদ এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংসদ এলাকায় বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ, লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল এবং পুরো সংসদ এলাকার সৌন্দর্য বাড়ানো হয়েছে।
এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-এ আলম চৌধুরী জানান, সংসদের বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। এই অধিবেশনকে সামনে রেখে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলেও নির্ধারিত সময় পার হলেই অধিবেশনে যোগদানের জন্য নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা নেগেটিভ সনদ নিতে হবে। চলতি সংসদের সর্বশেষ এই বাজেট অধিবেশনে সরকার ও বিরোধী দলের সর্বোচ্চ সংখ্যক সদস্য বাজেট আলোচনায় অংশ নেবেন। ছুটি ছাড়া অন্য দিনগুলোতে অধিবেশন থাকবে বলে জানান তিনি।
এনএইচবি/আরএ/