কেসিসি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, খুলনা সিটি করপোরশন (কেসিসি) নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড যতটা সম্ভব নিশ্চিত করা হবে। সবার জন্য সমান সুযোগ থাকবে। প্রার্থী কে নির্বাচন কমিশন সেটি দেখবে না। কাকে ভোটাররা ভোট দিচ্ছে এটাও আমাদের প্রয়োজন নয়। তবে কেউ ভোটারদের অধিকার খর্ব করবেন না। কোনো ভোটারকে বাধা প্রদান করা যাবে না।
কেসিসি নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (৩০ মে) প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার কার্যালয়ের আয়োজনে সকাল সাড়ে ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিয়ম সভা শুরু হয়।
সিইসি বলেন, কেসিসি নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর। যে নির্বাচন নিয়ে কারও কোনো প্রশ্ন থাকবে না। কেননা আমরা একটি ভালো নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। সেই ক্ষেত্রে আমাদেরও যদি কোনো গ্যাপ থাকে তাহলে আপনারা যারা প্রার্থী আছেন তারা সহযোগিতা করে পূর্ণতা অর্জন করবেন। সঠিকভাবে নির্বাচনী বিধিমালা প্রতিপালন করবেন। আর যদি সেটা না করেন তাহলে আমরা শতভাগ কঠোর হব।
তিনি আরও বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে দেশে অনেকগুলো ভোট সম্পন্ন হয়েছে। সবগুলোই সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। এখানে কারচুপি করার কোনো সুযোগ নেই। একজনের ভোট আরেকজন দিতে পারে না। ভোটারকে সশরীরে উপস্থিত হয়ে ভোট দিতে হবে। এরপরও ইভিএম নিয়ে কারও যদি কোনো সংশয় থাকে তাহলে প্রমাণ সমেত আদালতে যাবেন। আদালতের রায়ই চূড়ান্ত হবে এটা চলবে কি চলবে না।
মতবিনিময়কালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির এস এম শফিকুল আলম মধু, ইসলামী আন্দোলনের মো. আ. আউয়াল, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিকসহ বিভিন্ন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা বক্তব্য তুলে ধরেন। এসময় প্রার্থীদের কয়েকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন, পেশিশক্তি ব্যবহারের অভিযোগ আনেন। নির্বাচন কমিশন এসব অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রার্থীদের আশ্বস্ত করেন।
খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম। স্বাগত বক্তব্য দেন রিটারিং কর্মকর্তা মো. আলাউদ্দিন। আরও বক্তব্য দেন কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূঁইয়া, খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, খুলনা জেলা প্রশাসক ইয়াসিন আরাফাত।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহবুব হাসান, সিনিয়র জেলা নির্বাচন কমিশনার ফারাজী বেনজির আহমেদসব সব ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা।
এসজি