জাতীয় নির্বাচনে সব দলকে অংশগ্রহণের আহ্বান ইসি রাশেদার
সিটি করপোরেশন নির্বাচনে না পেলেও সব দলকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।
তিনি বলেন, ‘সংসদ নির্বাচনে ব্যালটে ভালো ভোট করার বিষয়ে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। কোথাও অনিয়ম হলে পরিস্থিতি বুঝে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
সোমবার (২৯ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এই নির্বাচন কমিশনার।
তিনি বলেন, ‘সবাই ভোটে এলে আমরা অবশ্যই ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন পাব। যারা নির্বাচনে আসছেন না, তারা আসুক, নির্বাচন করুক।’
ইসি রাশেদা বলেন, ‘যিনি প্রার্থী হবেন বা হতে চান না, এটা একদমই নিজস্ব ব্যাপার। নির্বাচন কমিশনের ওইভাবে কাউকে আনার সুযোগ নেই। কেউ না এলেও নির্বাচন করতে হবে। এজন্য তো আমরা স্টপ হয়ে যেতে পারি না।’
তিনি বলেন, ‘সনাতন পদ্ধতিতে যেটা আগে থেকে হয়ে আসছে, ব্যালটে পেপারে ভোট, এগুলো যেন আমরা আরও সুন্দরভাবে করতে পারি, সেজন্য আমরা পন্থা অবলম্বন করব। যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো আমরা নেব।’
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে কতটুকু কী হয়েছে, জনগণ তার রায় দিয়ে দেবে। কমিশন চায়-যতগুলো নির্বাচন হবে, সবগুলো যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। মানুষ যেন আসে এবং ভোট দিয়ে চলে যেতে পারে এটাই প্রধান উদ্দেশ্য।’
তিনি বলেন, ‘সিটি কেন, জাতীয় নির্বাচনেও আমরা একই নীতিতে থাকব। পরিস্থিতি ডিমান্ড করলে আমরা আরো কঠোর হব। আমাদের একটাই ইচ্ছা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা।’
গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডে ‘নির্বাচন পরবর্তী সংহিসতায় টঙ্গীতে নারী-পুরুষ ঘরছাড়ার’ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে গাজীপুর পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
সংবাদমাধ্যমে আসা প্রতিবেদনে বলা হয়, নির্বাচন হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে টঙ্গী শিল্পাঞ্চল। বিভিন্ন ওয়ার্ডে পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর দফায় দফায় হামলা ভাঙচুর চলছে।
গাজীপুর পুলিশ প্রশাসনকে পাঠানো ইসির চিঠিতে বলা হয়-নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফল গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত আচরণ বিধিমালার বিধি ১৮ অনুসারে কোনো ব্যক্তি নির্বাচন উপলক্ষে কোনো নাগরিকের জমি, ভবন বা অন্য কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির কোনোরূপ ক্ষতিসাধন, অনভিপ্রেত গোলযোগ ও উচ্ছৃঙ্খল আচরণে কারও শান্তিভঙ্গ করতে পারবে না।
উল্লেখ্য, গত ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লাহ খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।
এমএমএ/