সতর্কবার্তা ১ নম্বরে নেমে এলে শুরু হবে নৌযান চলাচল
ঘূর্ণিঝড় মোখার কারণে দেওয়া আবহাওয়া অধিদপ্তরে সতর্কবার্তা ১ নম্বরে নেমে এলে নৌযান চলাচল শুরু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রবিবার (১৪ মে) রাতে ঢাকাপ্রকাশ-কে এ তথ্য জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মোবারক হোসেন মজুমদার।
তিনি জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে সারাদেশে অভ্যন্তরীণ নৌপথে সব প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে চলমান সিগনাল নামিয়ে ১ নম্বর সিগন্যাল না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে। ১ নম্বর সিগন্যাল দিলে আমরা নৌযান চলাচলের সিদ্ধান্ত নেব।'
তবে, তিনটি রুট ব্যতীত অভ্যন্তরীণ রুটে ফেরি চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিওটিসি)।
বিআইডব্লিওটিসি এর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশা জানান, তিনটি রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে। সেগুলো হলো চাঁদপুর-শরিয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর, ভেদুরিয়া-লাহারহাট। বাকি রুটগুলোতে ফেরি চলাচল স্বাভাবিক থাকবে। এছাড়াও উপকূলীয় অঞ্চলগুলোতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।
এর আগে, শনিবার সকালে ঘূর্ণিঝড় মোখার কারণে সারাদেশে অভ্যন্তরীন নৌপথে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন সতর্কতা সংকেত চালু রয়েছে।
আরএ/