সারাদেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

ঘূর্ণিঝড় মোখার কারণে সারা দেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। শনিবার (১৩ মে) এ নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ।
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা আগামীকাল রবিবার বাংলাদেশের কক্সবাজার ও টেকনাফ উপকূল এবং মায়ানমারের উপর আঘাত হানবে।
ইতোমধ্যে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোর নিম্নাঞ্চল ও চরাঞ্চলে ৮ থেকে ১২ ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এজন্য উপকূলীয় ৭টি জেলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় বিআইডব্লিউটিএ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করল।
এনএইচবি/এসএন
