জায়নামাজ-ছাতা ছাড়া কিছু আনা যাবে না: ডিএমপি কমিশনার
রাজধানীর জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ। একই সঙ্গে ঈদগাহে আসতে মুসল্লিদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের প্রধান জামাতে অংশ নিতে ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
শুক্রবার (২১ এপ্রিল) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের এসব তথ্য জানান।
কমিশনার বলেন, যেহেতু আর্চওয়ে গেট পার হয়ে ঈদগাহে প্রবেশ করতে হবে, এ জন্য মুসল্লিদের একটু সময় নিয়ে ঈদগাহে আসার অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে ঈদের প্রধান জামাতে অংশ নিতে ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ জানাচ্ছি।
এদিকে শুক্রবার দেখা গেছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বিশাল মাঠ এরইমধ্যে সামিয়ানা দিয়ে ঢেকে ফেলা হয়েছে। বাঁশের ব্যারিকেড দিয়ে ভিভিআইপি, ভিআইপি জোন পৃথক করা হয়েছে। মূল মাঠের বাইরে স্থাপন করা হয়েছে দুটো ওয়াচ টাওয়ার।
কেএম/এসএন