ভাড়ার সঙ্গে বোনাস না দিলে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন বাস শ্রমিকরা!
ঈদের দুদিন আগে রাজধানীতে বোনাসের নামে বাসগুলোতে শুরু হয়েছে মানুষের পকেট কাটা। ঈদকে কেন্দ্র করে সবখানেই বাড়তি টাকা নেয়ার উৎসব চলছে। ২০ টাকার ভাড়ার জন্য গুনতে হচ্ছে ৪০ টাকা। কারণ হিসেবে বলা হচ্ছে ভাড়া ২০ টাকা আর ঈদের বোনাস ২০ টাকা মোট ৪০ টাকা দেন! এ ভাড়া দেওয়া না হলে বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলরত বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে এসব অভিযোগ পাওয়া গেছে।
এদিকে অবশ্য বাস শ্রমিকরা বলছেন, কেউ বোনাস দিচ্ছেন আবার কেউ দিচ্ছেন না। অনেকের কাছে বোনাস চাইলে খারাপ ব্যবহার করছেন।
যাত্রীরা প্রতিবাদ করলেও কোনো উত্তর নেই বাস স্টাফদের। তাদের সোজা উত্তর হয় দেবেন না হয় নেমে যাবেন। যার ফলে প্রয়োজনের তাগিদে অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন জনসাধারণ।
বাসের যাত্রী লাবনী বলেন, আগারগাঁও তালতলা থেকে ফার্মগেট পর্যন্ত ভাড়া ১০ টাকা। কিন্তু ভাড়া দিতে গেলে বাসের কন্ডাক্টার বলে ২০ টাকা দেন ১০ টাকা আমাদের ভাড়া বাকিটা ঈদের বোনাস।
বলাকা পরিবহনের যাত্রী আবুল মিয়া বলেন, সারা ঢাকার বাসের লোকজন ডাবল ভাড়া নিচ্ছে। আমাদের বলার কিছু নেই। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে।
চলাচলরত যাত্রীদের অভিযোগ, বাসের লোকজন কারও কাছ থেকে ৪০ টাকার ভাড়া ৫০ টাকা কিংবা তারও বেশি নিচ্ছেন। তাদের অভিযোগ, বাসগুলোতে ই-টিকিটিংয়ের ব্যবস্থা থাকলেও টিকিট দেওয়া হচ্ছে না। কারণ হিসেবে তারা বলছে বাস পরিবহন মালিক সমিতি ই-টিকিটিং বন্ধ করে দিয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ই-টিকিটিং বন্ধ করা হয়নি। যাত্রীরা যদি আমাদের কাছে বাসগুলো বিরুদ্ধে অভিযোগ দেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
কেএম/এএস