র্যাবের ব্যাপারে মানবাধিকার সংস্থার চিঠি আমলে নিয়েছে জাতিসংঘ: মুখপাত্র
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে র্যাবকে নিষিদ্ধ করতে ১২টি শীর্ষ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যে চিঠি দিয়েছে তা আমলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহাসচিব আন্থোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ব্রিফিংয়ের ট্রান্সক্রিপ্ট জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
স্টিফেন ডুজারিক বলেন, আমরা চিঠিটি দেখেছি, পড়েছি এবং এতে যে বিষয়টির কথা বলা হয়েছে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মানবাধিকার বিষয়টিকে জাতিসংঘ সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয় জানিয়ে স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের দায়ে জাতিসংঘ মিশনে র্যাবের নিষেধাজ্ঞার যে দাবি উঠেছে শান্তিরক্ষা বিভাগ তা অধিকতর গুরুত্বের সঙ্গে দেখভাল করবে।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে র্যাবকে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ ১২টি মানবাধিকার সংস্থা জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এ চিঠি দুই মাস আগে ২০২১ সালের নভেম্বরের আট তারিখে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েব সাইটে চিঠিটি প্রকাশ করে।
চিঠিতে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে বলেছে, দেশের ভেতরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পুরস্কার হিসেবে শান্তিরক্ষা মিশনে পাঠানো হয়। বিশেষ করে র্যাব সদস্য যাদের অনেকের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও গুমের অভিযোগ রয়েছে।
আরইউ/এসএন