শহীদ মিনারে ভালোবাসায় সিক্ত জাফরুল্লাহ চৌধুরী
সর্বজনের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বৃহস্পতিবার (১৩এপ্রিল) সকাল ১০টায় সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় সকাল ১০টা ২৬ মিনিটে। এরপর একে একে সবাই জাফরুল্লাহ চৌধুরীর প্রতি ভালোবাসা জানাতে ফুল দেন। শ্রদ্ধা জ্ঞাপন করতে আসা অনেকেই ছিলেন অশ্রুসিক্ত। প্রিয়জন হারানোর ব্যথা তাদের চোখে মুখে ফুটে উঠতে দেখা গেছে।
তিনি মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সোয়া ১১টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।
বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। শ্রদ্ধা জানানো জন্য ১৪ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় সাভারের গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ রাখা হবে। পরে জুমার নামাজের পর সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
সরাসরি কোনো রাজনৈতিক দলে যুক্ত না হলেও আজীবন বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় ছিলেন ডা. জাফরুল্লাহ। গণমুখী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সংহতি-সমর্থন দিয়ে গেছেন। জাতীয় জীবনে অবদান রাখার জন্য সেই ১৯৭৭ সালেই স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি।
এসএন