বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২ কোটি টাকা দেবে ডিএসসিসি
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় ২ কোটি টাকা দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের চৌকি বিছিয়ে অস্থায়ী ব্যবসা পরিচালনা কর্যক্রমের উদ্বোধন শেষে এ ঘোষণা দেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এ সময় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১১ এপ্রিল) বঙ্গবাজারে আগুন লাগার ঘটনায় গঠিত ডিএসসিসির তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়। এ ঘটনায় ৩ হাজার ৮৪৫ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।
আরইউ/এসএন