অগ্নি প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিতে সরকারকে কঠোর হওয়ার দাবি
জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি এড়াতে বঙ্গবাজারের মত উপানুষ্ঠানিক মার্কেটসমূহের অগ্নি প্রতিরোধব্যবস্থা নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে অনমনীয় অবস্থানে যেতে হবে বলে মনে করে ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।
শনিবার (৮ এপ্রিল) অনলাইন প্লাটফরমে আইপিডি আয়োজিত 'বঙ্গবাজারে অগ্নিকাণ্ড এবং উপ-আনুষ্ঠানিক মার্কেটের অগ্নিঝুঁকি: আইপিডি'র পর্যবেক্ষণ' শীর্ষক অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
বক্তারা বলেন, রাজজধানীর বঙ্গবাজার মার্কেটের অগ্নিকাণ্ডের বিশালতা ও ব্যাপক ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন নগর এলাকার সেমিফর্মাল তথা উপানুষ্ঠানিক মার্কেটসমূহের অগ্নিঝূঁকিসহ সার্বিক নিরাপত্তার বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। এজন্য বিদ্যমান অগ্নি নির্বাপণ আইন, বিল্ডিং কোড ও ইমারত নির্মাণ বিধিমালার যথাযথ বাস্তবায়নের পাশাপাশি উপানুষ্ঠানিক মার্কেটসমূহের জন্য প্রয়োজনীয় নীতিমালা ও মার্কেটসমূহের ডিজাইন স্ট্যান্ডার্ড প্রণয়ন করা জরুরী।
একই সঙ্গে অগ্নিঝুঁকিতে থাকা বিপণি বিতানসমূহের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ নির্দেশনার পাশাপাশি সময়াবদ্ধ পরিকল্পনা প্রণয়ন করা দরকার মন্তব্য করে বক্তারা বলেন, ঝূঁকিপূর্ণ মার্কেটসমূহকে যথাযথ নোটিশ দেওয়ার পাশাপাশি অগ্নি নির্বাপণ আইন অনুসারে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনসহ অন্যান্য সংস্থাসমূহকে আইন ও বিধি ধারা নির্ধারিত ভূমিকা যথাযথভাবে পালন করতে হবে। পাশাপাশি বিপণী বিতানের মালিক, ব্যবসায়ী ও ব্যবহারকারীদেরকে সরকারী সংস্থাসমূহ ও সংশ্লিষ্ট আইনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইপিডি’র নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান। অন্যান্যের মধ্যে আইপিডি’র উপদেষ্টা অধ্যাপক ড. আকতার মাহমুদ, পরিকল্পনাবিদ আবু তাহের প্রমুখ বক্তৃতা করেন।
আরইউ/এএস