সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে কানাডা
কানাডার হাউজ অব কমন্স বৃহস্পতিবার (৩০ মার্চ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অ্যাক্ট (বিল-২১৪) পাশ করেছে।
শুক্রবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিল পাশের মাধ্যমে কানাডা এখন থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করবে। এটা বাংলাদেশি-কানাডিয়ানদের জন্য এবং সারা বিশ্বের মাতৃভাষা প্রেমিকদেও জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডক্টর খলিলুর রহমান বিলটির উপর আলোচনা ও পাশের সময় কানাডিয়ান পার্লামেন্টে উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিলটির পাশ হওয়া ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যের প্রতি কানাডার অঙ্গীকারের প্রমাণ। এই বিলটি স্মরণ করিয়ে দেয় যে ভাষা হলো মানুষের পরিচিতি ও সাংস্কৃতিক উত্তরাধিকারের অপরিহার্য উপাদান। ভাষার বৈচিত্র্যকে সম্মান করা, রক্ষা করা, প্রবর্ধন করা আমাদের সবার দায়িত্ব।
আরইউ/এএস