কুষ্টিয়ার হেম আশ্রম পরিদর্শনে তুরস্কের রাষ্ট্রদূত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর হেম আশ্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হিজ এক্সসিলেন মিস্টার মুস্তফা উসমান তুরান। রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রাগপুর হেম আশ্রম পরিদর্শন করেন তিনি। এসময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
তুরস্কের রাষ্ট্রদূত আশ্রমে সাধু ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেখানে একটি বৃক্ষ রোপণ করেন। এরপর বিকাল ৪টার দিকে ঢাকার উদ্দেশে দৌলতপুর ত্যাগ করেন।
এদিন বেলা ১১টার দিকে হেলিকাপ্টার যোগে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে নামেন তিনি। এসময় তাকে দৌলতপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য প্রয়াত আফাজ উদ্দিনের ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহম্মেদ মামুনসহ স্থানীয় নেতারা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল জব্বার, কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর বাউল সাধুদের আশ্রমে হামলার প্রতিবাদে সারা দেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এসজি