মুন্সীগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ভাই-বোনের মৃত্যু
ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জে একটি বাসায় বিস্ফোরণ থেকে আগুনে দগ্ধ একই পরিবারের চার সদস্যের মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব খান।
মৃত শিশুরা হলো ইয়াসিন খান (৬) ও নহর খান (৩)। তারা সম্পর্কে ভাই-বোন।
এদিকে শিশু দুটির মা-বাবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইউব হোসেন।
এ ব্যাপারে আজ শুক্রবার সকালে তিনি সংবাদমাধ্যমকে আরও জানান, কাউসারের (বাবা) শরীরের ৫৪ শতাংশ ও শান্তার (মা) ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোররাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুরের শাহ সিমেন্ট রোডে জয়নাল মিয়ার চারতলা ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণটি ঘটে।
পরে এ বিষয়ে প্রতিবেশী আবদুস সামাদ গণমাধ্যমকে বলেন, ‘বিস্ফোরণের শব্দ শুনে বাড়িতে গিয়ে দেখি, ভেতরে আগুন জ্বলছে। আমরা দরজায় ধাক্কা দিই। কাউসার নিজেই দরজা খোলেন। আমরা চারজনকে দগ্ধ অবস্থায় বের করি। দ্রুত তাদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করি।’
এসআইএইচ/টিটি