করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪৪
ছবি : সংগৃহিত
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ২৪৪ জন।
গতকালের চেয়ে আজ একজন কম মারা গেছেন। গতকাল এই রোগে ছয় জনের মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার মৃতদের পাঁচজন জনই পুরুষ। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৩৯ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে তিন জন, ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন। তবে, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ১৯ হাজার ৫০৭ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৪৪ জন।
বুধবার ১৯ হাজার ৬৭০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৬৬ জন। গতকালের চেয়ে আজ শনাক্তের হার কমেছে দশমিক ১ শতাংশ। এদিন এ ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ২৫ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৬ লাখ ৭৩ হাজার ৪৩১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৪৫৮ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৭৪ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘণ্টায় ১২ হাজার ২৩৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৫৬ জন। শনাক্তের হার ১ দশমিক ২৭ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ৩৮ শতাংশ। জেলায় গত ২৪ ঘণ্টায় তিন জন মারা গেছেন। গতকাল এখানে মারা গিয়েছিল দু'জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৯৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭১ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ৫১৮ জন।
এমএমএ/