রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা করবে জাপান
ছবি : সংগৃহীত
মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপান কাজ করে যাবে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসা।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।
জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন চিঠি দেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন।
চিঠিতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপদে, স্বেচ্ছায় এবং সম্মানজনকভাবে প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরিতে জাপান কাজ করে যাবে। বাংলাদেশকে সহযোগিতা করার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করার জন্য জাপান মিয়ানমারকে উৎসাহিত করবে।
জাপান ও বাংলাদেশের সম্পর্ক আস্থা, সহযোগিতা এবং পারস্পরিক কল্যাণের দৃঢ় নীতির উপর প্রতিষ্ঠিত এমন মন্তব্য করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে কাজ করব।
আরইউ/এমএমএ/