সেই ময়লার গাড়ির মালিকানা অস্বীকার দুই সিটি করপোরেশনের

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে আরজু বেগম নামে এক বৃদ্ধাকে ধাক্কা দেওয়া ময়লার গাড়ির মালিকানা অস্বীকার করছে দুই সিটি করপোরেশনই। যদিও গাড়িটিতে স্টিকার লাগানো আছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল আটটার দিকে ময়লার গাড়ির ধাক্কায় আরজু বেগম (৬০) নামে এক বৃদ্ধা আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার পরপরই আটক চালকের বরাত দিয়ে পুলিশ জানিয়েছিল গাড়িটি ডিএসসিসির। কিন্তু ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলছেন গাড়িটি তাদের নয়।
জানতে চাইলে আবু নাসের ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘গাড়ির স্টিকার লাগানো থাকলেও সেটি ডিএসসিসির নয়। ডিএসসিসির স্টিকার লাগিয়ে রাখতে পারে কেউ।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা ঢাকাপ্রকাশ-কে জানান, গাড়িটি ডিএসসিসির, তাদের নয়।
গত ২৪ নভেম্বর ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নাইম নিহত হন। পরদিন ২৫ নভেম্বর পান্থপথে ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন সংবাদকর্মী আহসান কবির খান। উভয়ক্ষেত্রেই গাড়ি চালক চালাচ্ছিলেন না। সুইপার চালাচ্ছিলেন।
আরইউ/এমএমএ/
