ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ দাবি বাংলাদেশের
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সত্যিকারের উদ্যোগ গ্রহণ করতে হবে বলে দাবি জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনি প্রশ্নে আয়োজিত এক প্ল্যানারি সভায় এ কথা বলেন বাংলাদেশের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, ইসরায়েল যেন সকল আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন এবং জাতিসংঘ রেজুলেশন ২৩৩৪-সহ সংশ্লিষ্ট অন্যান্য জাতিসংঘ রেজুলেশন যথাযথভাবে প্রতিপালন করতে সম্মত হয় তা আমাদের নিশ্চিত করতে হবে।
ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী দ্বি-জাতি সমাধান কাঠামোর আওতায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, কার্যকর ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ফিলিস্তিনি জনগণের ন্যায় সঙ্গত অধিকারের প্রতি আবারও আমরা সমর্থন জানাচ্ছি।
জাতিসংঘে ফিলিস্তিনকে তার ন্যায্য স্থান দিতে হবে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ফিলিস্তিনি সমস্যার একটি ন্যায়সঙ্গত, দীর্ঘস্থায়ী, ব্যাপকভিত্তিক ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করতে হবে বলে মত দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।
আরইউ/টিটি