রাজধানীতে আজ থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর
ছবি : সংগৃহীত
শিক্ষার্থীদের জন্য আজ বুধবার (১ ডিসেম্বর) থেকে বাসে হাফ ভাড়া কার্যকর হচ্ছে। তবে সারাদেশে নয় শুধু রাজধানীতে এ ব্যবস্থা।
টানা ২০ দিন ধরে শিক্ষার্থীদের আন্দোলনের পর গতকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) এ ঘোষণা আসে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে। তবে ঘোষণার সঙ্গে জুড়ে দেন বেশ কিছু শর্ত। যেমন- সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া দিতে পারবে শিক্ষার্থীরা। এক্ষেত্রে দেখাতে হবে ছবিযুক্ত শিক্ষার্থী পরিচয়পত্র। সাপ্তাহিক ছুটি ও অন্য ছুটির দিন হাফ ভাড়া দিতে পারবে না শিক্ষার্থীরা। কেবল ঢাকার মধ্যে কার্যকর হবে এ ব্যবস্থা।
তবে বেসরকারি বাস মালিকদের এ ঘোষণা প্রত্যাখ্যান করে সারাদেশে হাফ ভাড়ার দাবি করেছে শিক্ষার্থীরা। এজন্য নতুন কর্মসূচিও দিয়েছে তারা।
নতুন কর্মসূচি অনুযায়ী আজ (১ ডিসেম্বর) সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি চলছে।
এর আগে সরকারি পরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ঘোষণা দিয়েছিল বিআরটিসি।
আরইউ/এসআইএইচ/টিটি