এলপিজি কনভার্সন কিট আমদানি শুল্কমুক্ত করার দাবি
এলপিজি কনভার্সন কিট আমদানি শুল্কমুক্ত এবং অটো-গ্যাসের মূল্য নির্ধারণের ফর্মুলা থেকে ভ্যাট প্রত্যাহার করার দাবি জানিয়েছে বাংলাদেশ এলপিজি অটো-গ্যাস স্টেশন এবং কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনটির বার্ষিক সাধারণ সভা-২০২২ এর অনুষ্ঠানে নেতৃবৃন্দ এ দাবি জানান।
শনিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর রাওয়া ক্লাবে (অ্যাংকর হল) এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল মাওলা।
সভাপতির বক্তব্যে সিরাজুল মাওলা বলেন, 'এই সেক্টরে আমরা ৫০ থেকে ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছি আমাদেরকে প্রফিট এনসিওর করতে হবে।'
এলপিজি নীতিমালা ২০১৬ সংশোধন করে বিনিয়োগ বান্ধব একটি অবকাঠামো গড়ে তুলতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সার্বিক সহযোগিতা কামনা করছি।
দেশে জ্বালানি তেলের দাম কমার সুযোগ কম, কিন্তু সামনে এলপিজি অটো-গ্যাসের দাম অনেক কমার সুযোগ রয়েছে জানিয়ে সভাপতি বলেন, যখন এলপিজির দাম কমবে তখন এলপিজির চাহিদা অনেক বাড়বে। তখন কনভার্শন ওয়ার্কশপের ব্যস্ততা বেড়ে যাবে। তাই কনভার্শন ওয়ার্কশপ আরও বাড়াতে হবে।
সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ মহাসচিব মো. হাসিন পারভেজ।
সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং এলপিজি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় বক্তব্য দেন। এতে দেশের ৬৪ জেলা থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আরইউ/