জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় পুলিশ: আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, সমাজের পরিপূর্ণ অংশ হিসেবে জনগণকে সম্পৃক্ত করে জনগণের অংশীদারিত্বের ভিত্তিতে দায়িত্ব পালন করতে চায় পুলিশ।
বুধবার (১৭ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথা উল্লেখ করে আইজিপি বলেন, 'প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১৪ বছরে দেশে বিস্ময়কর অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে, আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করেছি। এখন জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রে আরও অনেক দেশের চেয়ে আমরা এগিয়ে আছি। স্বাধীনতার পর আমাদের বলা হয়েছিল তলাবিহীন ঝুড়ি। এখন সেই 'তলাবিহীন ঝুড়ি' বিশ্বের বিস্ময়।'
জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইজিপি বলেন, 'আমরা হাজার হাজার বছর ধরে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও তা শেষ হবে না।'
তিনি বলেন, 'দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রয়োজন অনুকূল আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক স্থিতিশীলতা। দেশের মানুষ, প্রশাসন, পুলিশ সবাই মিলে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, সামাজিক স্থিতিশীলতা বজায় রেখেছে। আইন-শৃঙ্খলা ভালো না হলে, সামাজিক শৃঙ্খলা না থাকলে, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে বিনিয়োগ আসে না, উন্নয়ন হয় না। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, ফলে দেশের উন্নয়ন হয়েছে।'
নগরবাসীকে উন্নত সেবা দেওয়ায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যদের ধন্যবাদ জানিয়ে আইজিপি বলেন, 'আপনারা নগরবাসীর নিরাপত্তায় অনেক ভালো কাজ করেছেন। এজন্য আত্মতুষ্টি নয়, আরও ভালো কাজ করতে হবে। সেটাই হোক আজকের প্রতিপাদ্য।'
পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং এয়ারপোর্ট থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন আইজিপি।
এনএইচ/এএস