২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
একুশে আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২১ শে আগস্ট) সকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে নির্মিত বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও নিরবতা পালন করেন।
এরপর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সেই দিনের ভয়াল ঘটনার স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার দিন জাতির পিতার হত্যাকারী ডালিম ও রশিদ ঢাকাতেই ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাদের ঢাকাতে এনেছিলেন। যখন তারা জানতে পারেন আমি মরিনি, তখন তাদের আবার নিরাপদে দেশ থেকে পালাতে সহযোগিতা করেন খালেদা জিয়া।
এসএন