আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্পিকার
সুসাংবাদিকতার প্রত্যয়ে ঢাকাপ্রকাশ-এর আত্মপ্রকাশ
সুসাংবাদিকতার মাধ্যমে সমাজে সততা প্রতিষ্ঠার প্রত্যয়ে আত্মপ্রকাশ করল মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ঢাকাপ্রকাশ। ঢাকাপ্রকাশ-এর স্লোগান ‘সততাই শক্তি, সুসাংবাদিকতায় মুক্তি’।
বুধবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে ঢাকাপ্রকাশ-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক, লেখক, কবি-সাহিত্যিক, অভিনয়শিল্পী, ক্রীড়াবিদ, সংগীত শিল্পী ও সুধী সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ঢাকাপ্রকাশ-এর থিম সং শোনানো হয় অতিথিদের। গানটি লিখেছেন মঞ্জুর উল আলম চৌধুরী, সুর ও সংগীত আর আজিজ (টিটো)। গেয়েছেন শিল্পী মুহিন ও স্বরলিপি। থিম সং শেষে তানজিনা তমা দুটি রবীন্দ্রসংগীত গেয়ে শোনান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক মোস্তফা কামাল। মূল বক্তা হিসেবে বক্তৃতা করেন খ্যাতিমান লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এবং প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা দ্য ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘সবাইকে অনেক শুভেচ্ছা। ঢাকাপ্রকাশ-কে অনেক অনেক শুভেচ্ছা। যে শ্লোগান নিয়ে তাদের যাত্রা শুরু সেটি আমরা সবাই বিশ্বাস করি। ‘সততাই শক্তি, সুসাংবাদিকতায় মুক্তি।’ আমরা তাই চাই। তারা যেন তাদের এই কথাতেই একেবারে স্থির প্রতিজ্ঞ থাকতে পারেন। ঢাকাপ্রকাশ এর জন্য আবারও শুভকামনা থাকল।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, দুরযোগ ব্যবস্থাপনা মন্ত্রী ডা. মো এনামুর রহমান এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুর রহমান খান এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি (সিপিবি) মুজাহিদুল ইসলাম সেলিম, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও দ্য ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, কবি হেলাল হাফিজ, প্রখ্যাত লেখক আনিসুল হক, মশিউল আলম, ফারুক মঈনউদ্দীন, ফরিদুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ফজলুর রহমান, দলটির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্টে দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি ওমর ফারুক, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, জিটিভির প্রধান সম্পাদক ইশতিয়াক রেজা, জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ, চপল বাশার, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ হোসেন, নির্বাহী পরিচালক মনিরুল হক, সাবেক সভাপতি ওসমান গনি, প্রকাশক মাজহারুল ইসলাম, প্রকাশক মেজবাহউদ্দিন আহমদ, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, ব্যারিস্টার তুরিন আফরোজ, জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গুল্লু, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, অভিনেতা ঝুনা চৌধুরী, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পদক আহকামউল্লাহ, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহম্মদ গিয়াস, লেখক সাইমন জাকারিয়া, স্বকৃত নোমান, মোজাফ্ফর হোসেন প্রমুখ।
এ ছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিনের পক্ষ থেকে ফুলের তোড়া ও শুভেচ্ছা বার্তা পাঠানো হয়ে। এরপর বিজয়ের ৫০ বছর উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিবিসির একটি প্রামাণ্যচিত্র সংক্ষেপ করে প্রদর্শন করা হয়।
সততা ও সুসাংবাদিকতা চর্চার ব্রত নিয়ে এগুতে চায় ঢাকাপ্রকাশ। এজন্য বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক মোস্তফা কামালের নেতৃত্বে কর্মরত আছেন একঝাঁক তরুণ ও মেধাবী সাংবাদিক।
গত ১ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ঢাকাপ্রকাশ-এর লোগো উন্মোচন করা হয়। সাতজন বিশিষ্ট সম্পাদক ঢাকাপ্রকাশ-এর লোগো উন্মোচন করেন। এরপর থেকে সমাজের বিভিন্ন স্তরের শতাধিক বিশিষ্টজন ঢাকাপ্রকাশকে শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পূর্ণ নতুন একটি ধারা নিয়ে এসেছে ঢাকাপ্রকাশ। এটি একটি পূর্ণাঙ্গ মাল্টিমিডিয়াা নিউজ পোর্টাল। লিখিত সংবাদের পাশাপাশি পোর্টালটিতে থাকছে অডিও এবং ভিডিও সংবাদ। সমসাময়িক বিষয় নিয়ে থাকছে টক শো।
এ ছাড়া থাকবে ই-পেপার। প্রতিদিনের সংবাদ দিয়ে দিনশেষে হবে ই-পেপার। পাঠক ছাপা পত্রিকার স্বাদ পাবে ঢাকা প্রকাশ-এর ই-পেপারে।