রাজধানীতে হাফ ভাড়া প্রত্যাখ্যান, নতুন কর্মসূচি
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
অর্ধেক বাস ভাড়া প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা
শুধু রাজধানীতে অর্ধেক বাস ভাড়া (হাফ পাস) প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সারাদেশেই অর্ধেক বাস ভাড়া দাবি করে বুধবার (১ ডিসেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করবেন তারা।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বনানীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রধান কার্যালয়ে সংস্থার চেয়ারম্যানের কক্ষে বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।
দুপুরে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের কক্ষে যায় স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইনজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল। কিন্তু কোনো প্রতিশ্রুতি না পাওয়ায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ সংবাদ সম্মেলনে জানান, শুধু রাজধানীতে শিক্ষার্থীরা হাফ পাস পাবেন।
আরইউ/এসএন
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)