বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
আগামী ৪ ও ৫ ডিসেম্বর বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে আজ মঙ্গলবার সকালে রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টি-টেন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচটি উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সাবেক ক্রিকেটার ও অভিনয় শিল্পীদের সমন্বয়ে 'টিম ইউনিটি' এবং 'টিম হারমনি' নামে দুটি দল প্রীতি ম্যাচে অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সারাবিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই। সে কারণে ঢাকায় আগামী ৪-৫ ডিসেম্বর ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ৯১টি দেশের মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, শিল্পী ও সাহিত্যিকরা অংশ নেবেন। আমরা বিশ্বের কোথাও হিংসা, বিদ্বেষ চাই না। আমরা শান্তি চাই।
অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী, মহাপরিচালক মেহেদী হাসান, চলচ্চিত্র শিল্পী রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, মিম এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেএফ/