জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক
জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম
জাতীয় অধ্যাপক ও একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট নজরুল গবেষক রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
এক শোকবার্তায় ইউজিসি চেয়ারম্যান বলেন, অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দায়ত্বিও অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তাঁর মৃত্যুতে জাতি অসাম্প্রদায়কি ও মুক্তিযুদ্ধের চেতনায় আস্থাশীল একজন অভিভাবকে হারালো।
ইউজিসি চেয়ারম্যান মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদরে প্রতি গভীর সমবদেনা জানান।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক রফকিুল ইসলাম (৮৭)।
গত ৭ অক্টোবর পেটের ব্যথা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি হন তিনি। পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ফুসফুসে পানি জমেছে ধরা পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। গত শুক্রবার (২৬ নভম্বের) থেকে ভেন্টিলেশনে রাখা হয় অধ্যাপক রফিকুল ইসলামকে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাংলা একাডেমীর সভাপতিরও দায়িত্বে ছিলেন।
অধ্যাপক রফকিুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক এবং নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক। তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
অধ্যাপক রফকিুল ইসলাম একুশে পদক, স্বাধীনতা দিবস পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার ও আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন।
কেএফ/