রামপুরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বাসের কাগজ যাচাই
ছবি : সংগৃহীত
নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ২৯ নভেম্বর (সোমবার) রাতে বাসচাপায় আরেক শিক্ষার্থী নিহতের ঘটনায় ফের সড়কে শিক্ষার্থীরা। এ সময় তাদের রামপুরা ডিআইটি রোড অবরোধ করে চলাচলকারী বাসের কাগজ যাচাই করতে দেখা যায়।
সকালে বি এ এফ শাহীন কলেজ, ইম্পেরিয়াল কলেজ ও একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের উপরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের পক্ষ থেকে কয়েক দফা আলোচনা করা হলেও সড়কের অবস্থান ছাড়েনি শিক্ষার্থীরা।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ঘাতক বাসের হেল্পারকে গ্রেফতার করা হয়েছে। চালককে গ্রফতারের অভিযান চলছে। পাশাপাশি তাদের হাফ ভাড়ার দাবিও মেনে নিয়েছেন পরিবহন মালিকেরা।
এর আগে, সড়ককে নিরাপদ করতে নয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি পূরণে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেয়।
সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেমের ছাত্র নাঈম হাসানের মৃত্যুর পর প্রথমে নটরডেম কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমে প্রতিবাদ করে। পরে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দিলে প্রতিবাদ আন্দোলনে রূপ নেয়। অচল হয়ে পড়ে রাজধানী।
এনএইচ/টিটি/