খালেদার জন্য বিদেশি চিকিৎসক আনা যাবে: পররাষ্ট্রমন্ত্রী
ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা যাবে। তবে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে আইনী প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
সোমবার (২৯ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এসব কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বিদেশি কূটনীতিকদের সমসাময়িক নানা বিষয় নিয়ে ব্রিফ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র বিদেশে পাঠানো হয়েছে এবং বিদেশি চিকিৎসকরাও তার চিকিৎসার জন্য বাংলাদেশে আসতে পারেন।’
কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকার বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ। ইউনিয়ন পরিষদ নির্বাচনও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কিছু মানুষের অতিরিক্ত উৎসাহের কারণে নির্বাচনে কিছু সহিংসতা হয়েছিল।
তিনি সাংবাদিকদের বলেন, ‘অনেক দিন পর আজ ঢাকায় কর্মরত কূটনীতিকদের নিয়ে নানা বিষয়ে ব্রিফ করেছি। করোনা পরিস্থিত মোকাবেলা, জলবায়ু সম্মেলনে বাংলাদেশের ভূমিকা, রোহিঙ্গা পরিস্থিতি, খালেদা জিয়ার অসুস্থতাসহ সাম্প্রতিক নানা বিষয় নিয়ে ব্রিফ করেছি।’
আরউ/এমএমএ/