এদেশের মানুষের জন্য যে কোনো আত্মত্যাগেই আমি প্রস্তুত: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের সংগঠন। আওয়ামী লীগ নেতাকর্মীদের সব সময় অধিকার বঞ্চিত, শোষিত নিপিড়িত মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করতে হয়েছে, অনেককে জীবন দিতে হয়েছে। কত পরিবার কষ্ট পেয়েছে, কত মানুষ জীবন দিয়েছে, আত্মত্যাগ করেছে তার কোনো হিসেব নাই। আওয়ামী লীগ মানুষের ভাগ্য গড়তেই এসেছে। বাবা মা ভাই বোনকে হারিয়ে দেশে ফিরে এসেছিলাম, একদিকে আওয়ামী লীগ আমাকে তাদের সভাপতি করেছিল, পাশাপাশি এদেশের জনগণ তাদের আশ্রয়ে আমি এসেছিলাম, তাদের মাঝেই আমি খুঁজে পেয়েছিলাম আমার হারানো বাবা মায়ের স্নেহ, আমার ভাইয়ের স্নেহ। তাই এদেশের মানুষের জন্য যে কোনো আত্মত্যাগেই আমি প্রস্তুতু।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন সংসদ নেতা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ অর্থ বাংলাদেশের স্বাধীনতা, আওয়ামী লীগ অর্থ মাতৃভাষায় কথা বলা, আওয়ামী লীগ অর্থ স্বাধিকার অর্জন। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত সোনার বাংলায় রুপান্তরিত হবে।
তিনি আরও বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়। আজ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাকালীন পূর্বপাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে দলটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী, শামছুল হক সাধারণ সম্পাদক আর শেখ মুজিবুর রহমান হন যুগ্ম সাধারণ সম্পাদক। যদিও বঙ্গবন্ধু শেখ মুজিব তখন কারাগারে, কিন্তু তাকে নিয়েই এই সংগঠনটা গড়ে ওঠে পুরান ঢাকার কে এম দাশ লেনের রোজগার্ডেন।
সরকার প্রধান বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল এমন একটা কারণে যখন পাকিস্তান নামের রাষ্ট্রটি হবার পর মাত্র ৭ মাসের মধ্যে তাদের একটা বৈরি মনোভাব আমাদের পূর্ববাংলার মানুষের ওপর দেখা যায়। আমাদের মাতৃভাষা-বাংলা ভাষা কেড়ে নেবার প্রচেষ্টা, আত্মসামাজিকভাবে আমাদেরকে নির্যাতন শোষণ শুরু করে। তারই প্রতিবাদে বাংলাদেশে শেখ মুজিব ‘৪৮ সাল থেকে ভাষা আন্দোলন শুরু করেছিলেন, ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন এবং ‘৪৯ সালে আওয়ামী লীগ সৃষ্টি হয়। সৃষ্ঠি লগ্ন থেকেই আওয়ামী লীগ এদেশে মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকেই সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। পাকিস্তান নামের দেশটি যারা আমাদের শোষণ করছিলো, দীর্ঘ ২৩ বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন জাতি হিসেবে মর্যাদা লাভ করেছি। কাজে এই বাংলাদেশ নামটি জাতির পিতা শেখ মুজিবুর রহমানেরই দেয়া। আওয়ামী লীগকে অসাম্প্রদায়িক চেতনা গড়ে তোলার জন্য ১৯৫৫ সালের কাউন্সিলে নাম দেয়া হয়েছিল পূর্ব বাংলা আওয়ামী লীগ। সকল দলমত জাতি নির্বিশেষে সবার জন্য এ দলকে উম্মুক্ত করা হয়েছিল। স্বাধীন বাংলাদেশে কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ আওয়ামী লীগ নামে দলটি প্রতিষ্ঠা লাভ করে। আওয়ামী লীগ নামের সঙ্গে বাংলাদেশের যেমন স্বাধীনতা, অধিকার জড়িত, মাতৃভাষায় কথা বলা অধিকার এবং বাংলাদেশ একটা যুদ্ধ বিধ্বস্থ দেশ, যে বাঙালী মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিল, সেই যুদ্ধ বিধ্বস্থ একটি দেশ এবং একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করে একটি সংবিধান জাতির পিতা আমাদের দিয়েছিলেন, এবং অতি অল্প সময়, মাত্র সাড়ে তিন বছরের মধ্যে জাতিসংঘ কর্তৃক বাংলাদেশ একটি স্বল্প উন্নত দেশের মর্যাদা পেয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্য আমাদের ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জীবনে যে অমানিষার অন্ধকার নেমে আসে, আমরা শুধু জাতির পিতাকে হারাইনি, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সব সম্ভাবণাকেও হারিয়েছিলাম। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছিল, জয়বাংলা স্লোগার নির্বাসিত হয়েছিল, যে স্লোগান দিয়ে লাখ মানুষ মুক্তিযুদ্ধে দীর্ঘ ২১ বছর অংশ নিয়ে বিজয় এনেছিল, তার বিষর্জন দেয়া হয়। ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটা মুছে ফেলার সঙ্গে সঙ্গে ইতিহাস বিকৃত করা হয়েছিল। দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং পরবর্তিতে দ্বিতীয় বার ক্ষমতায় আসে, এখন বাংলাদেশ বিশ্বে একটা মর্যাদা পেয়েছে। বর্তমানে আমরা উন্নয়ন শীল দেশের মর্যাদা পাওয়ার সুযোগ পেয়েছি। যদি আওয়ামী লীগ দেশের জনগনের সেবা করার সুযোগ পায় তাহলে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের মর্যাদা পাবে। সেই পরিকল্পণাও তৈরি করে আমরা দিয়ে যাচ্ছি, আমি ২১০০ সালের ডেল্টা প্লানও তৈরি করেছি, ২০৪১ সালের মধ্যে দেশ যাতে উন্নত সম্মৃদ্ধ দেশের মর্যাদা পায় সেই পরিকল্পনাও আমি তৈরি করেছি। এ ধারাবাহিকতা দিয়ে যদি এই দেশ চলতে থাকে এর অগ্রযাত্রা আর কেউ রুখতে পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস।
প্রধানমন্ত্রী বলেন, সরকারে থাকি আর বিরোধী দলে থাকি-যখন দেশের মানুষ কোন সমস্যায় পড়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে, জনগনের পাশে দাঁড়িয়েছে, সহযোগিতা করেছে। সিলেটের সুনামগঞ্জেও আওয়ামী লীগের নেতা কর্মীরা সবার আগে গেছে, সাহায্য করছে। এভাবে দেশের মানুষের সেবা করাই আওয়ামী লীগের আদর্শ, দায়িত্ব কর্তব্য। মানুষের সেবা করাই আমাদের মুক্তি যুদ্ধের চেতনা, মুক্তি যুদ্ধের আদর্শ।
আমির হোসেন আমু দলের ইতিহাস তুলে ধরে বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিকে এদেশে পুনর্বাসিত করেছে বিএনপি। তারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের অগ্রযাত্রা থামিয়ে দেয়া হয়েছিলো। বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নিজেদের অর্থায়নে আজ পদ্মা সেতু তৈরি করা হয়েছে। এই সেতু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। এতে বোঝা যায় বাংলাদেশ আজ কারও মুখাপেক্ষী নয়। আর এটাই প্রতিষ্ঠা করতে পেরেছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর সঙ্গে নিজের বিভিন্ন স্মৃতি তুল ধরে তোফায়েল আহমেদ বলেন, আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। দলটির প্রতিষ্ঠার সঙ্গে যারা জড়িত তাদেরকে শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধু একটি লক্ষ্যে যাওয়ার জন্য রাজনীতি করেছেন। দেশকে স্বাধীন করেছেন। তিনি ফাঁসিকাষ্ঠে গিয়ে বলেছেন বাঙ্গালীদের দাবিয়ে রাখা যাবে না। আজ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ এক অনন্য নাম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের মাঝে ফিরে না আসতেন তাহলে আজ পদ্মা সেতু পেতাম না। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ আমরা শেখ হাসিনার মাধ্যমেই করতে পারবো।
এসএম/