খালেদা জিয়ার দায় সরকার নেবে কেন প্রশ্ন কাদেরের
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে দলটির মহাসচিবের এমন মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার কি জন্য দায় দায়িত্ব নেবে? তিনি কি (খালেদা জিয়া) মির্জা ফখরুল সাহেবের আন্দোলনে মুক্ত আছেন? এটা শেখ হাসিনার উদরতা ও মানবিকতায় মুক্ত আছেন’।
শনিবার (১১ জুন) বিকালে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদরতায় তিনি (খালেদা জিয়া) বাসায় থাকবার অধিকার পেয়েছেন। চিকিৎসার ব্যাপারে কোনো বাধা নাই। তাদের এতো যদি ইচ্ছা হয় দেশের বাইরে গিয়ে চিকিৎসা করান অসুবিধা কোথায়? টানা টানি করছেন কেন? তবে এটা যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রাণলয়ের বিষয় আমি এবিষয়ে বাড়তি কিছু বলতে পারব না। আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করুন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, কাজী জাফরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক আবু সায়েম খান প্রমুখ।
এসএম/